ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘অর্জন ৭১’ চলচ্চিত্রের শূটিং শুরু আজ

প্রকাশিত: ১৩:৩৩, ১০ অক্টোবর ২০১৯

‘অর্জন ৭১’ চলচ্চিত্রের শূটিং শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় অবদান, কৃতিত্ব ও ত্যাগের আলোকে নির্মিত হচ্ছে বিশেষ চলচ্চিত্র ‘অর্জন ৭১’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। চলচ্চিত্রটির শূটিং শুরু হচ্ছে আজ। নির্মাতা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকেই বিএফডিসিতে চলচ্চিত্রটির শূটিং শুরু হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ বলেন, সৃষ্টিকর্তার অপার করুণায় আজ থেকে আমার স্বপ্নের চলচ্চিত্রটির শূটিং শুরু করতে যাচ্ছি। ‘অর্জন ৭১’ আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। আমাদের মুক্তিযুদ্ধের সময় নিয়ে অনেক ধরনের চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তবে পুলিশ বাহিনীর অবদান সেলুলয়েড পর্দায় সেভাবে আসেনি। আমার চলচ্চিত্রের মাধ্যমে সেই ঘটনাগুলো দেখাতে চাই। অক্টোবর থেকে আমরা শূটিংয়ে যাব। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করেছি। মুক্তিযুদ্ধ শুরু ১৯৭১ সালের ২৬ মার্চ। ঐ বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিবাহিনীর পাশাপাশি আরও অনেক বাহিনী সংগঠিত হয়। মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে প্রথম যে বাহিনী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে তা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এই বাহিনীর এমন গৌরবোজ্জ্বল অতীতের কথা অনেকেই জানে না। হানাদারদের ভারি অস্ত্রের গোলায় ঝাঁজরা হয়ে গিয়েছিল সবকটি পুলিশ ব্যারাক, অসংখ্য পুলিশ সদস্য মৃত্যুবরণ করে, তবুও কেউ মাথানত করেনি, এই রাজারবাগ থেকেই শুরু হয় প্রথম প্রতিরোধ যুদ্ধ। এই কাহিনী আমার চলচ্চিত্রের মূল উপজীব্য।
×