ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাত সোনার বারসহ যুবক আটক

প্রকাশিত: ১৩:০৭, ১০ অক্টোবর ২০১৯

সাত সোনার বারসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ অক্টোবর ॥ ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জেআর পরিবহন’র একটি কোচ থেকে সাতটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার ভোর ৫টার দিকে বাসটিতে অভিযানকালে রিপন নামের এক যাত্রীর দেহতল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটায় ওই যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার সদস্যরা। আটক রিপন টাঙ্গাইলের মির্জাপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। বিজিবি ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক রফিকুল আলম জানান, পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহনে করে ৭টি স্বর্ণের বার মেহেরপুরে নেয়া হচ্ছে। গোপনসূত্রে এমন খবর পেয়ে কোচটিতে অভিযান চালানো হয়। শ্রীনগরে দুর্নীতিবিরোধী র‌্যালি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দুর্নীতিকে না বলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন, এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মসিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে এ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শ্রীনগর সদর এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা শেষে দুর্নীতিবিারোধী শপথবাক্য পাঠ করানো হয়।
×