ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় অতিরিক্ত মদপানে আট জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:০৪, ১০ অক্টোবর ২০১৯

খুলনায় অতিরিক্ত মদপানে আট জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেয়ার পর অতিরিক্ত মদপান করে ৮ যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এদের মৃত্যু হয় বলে জানা গেছে। মদপানে মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকার প্রসেনজিৎ দাস, তাপস দাস, খুলনা সদর থানা এলাকার গ্ল্যাক্সো মোড়ের সুজন শীল, খুলনা জেনারেল হাসপাতাল সড়কের রাহুল বিশ্বাস রাজু, রায়পাড়া এলাকার অমিত শীল এবং রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পরিমল দাস। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে বিভিন্ন সময়ে দায়িত্বরত চিকিৎসকরা জানান, বুধবার সকাল থেকে তারা কর্তব্যরত থাকা অবস্থায় মদপানে অসুস্থ ৫ জনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে একটু আনন্দ ফুর্তি করতে মদপান করে। আর মদপান অতিরিক্ত হওয়ায় সেটি তারা সহ্য করতে পারেনি। অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানের কারণে ৪ জন অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে তারা মারা গেছে। এ ঘটনায় খুলনা ও সোনাডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
×