ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ মণ ইলিশ এতিমখানায়

প্রকাশিত: ১৩:০২, ১০ অক্টোবর ২০১৯

পাঁচ মণ ইলিশ এতিমখানায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় পাঁচ মণ ইলিশ জব্দ করে এতিমখানায় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাঈকা শাহাদত। বুধবার সকালে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ পেকুয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ২শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করে। নির্বাহী অফিসার ছাঈকা শাহাদত তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলী হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত ইলিশ পেকুয়ার বিভিন্ন এতিমখানায় বিলির নির্দেশ দেন। উল্লেখ্য, সারা দেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২২দিন সাগরে মাছ ধরা-বিক্রি নিষিদ্ধ রয়েছে। শিশু সহায়ক ডেস্ক উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ অক্টোবর ॥ শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক বা শিশু সহায়ক ডেস্কর উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে দুপুরে সদর থানার ডিউটি অফিসারের কক্ষে এ বিশেষ ডেস্কের উদ্বোধন করেন পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম)। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, আবু তাহের আব্দুল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীসহ আরও অনেকে। বক্তব্য শেষে শিশু সহায়ক বিশেষ এ ডেস্কে একটি বেসরকারী তিনটি সংস্থার পক্ষ থেকে ফাস্ট এইড বক্স, বিভিন্ন তথ্য সম্বলিত ছোট ছোট ব্যানার, স্টিকার, দেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন, সম্ভাবনা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ইত্যাদি বিষয়ে বই প্রদান করা হয়।
×