ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ১৩:০২, ১০ অক্টোবর ২০১৯

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন এই কর্মবিরতির ডাক দেয়। ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতির কারণে খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশীটে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুর রহিম ও মোঃ সাঈদকে আসামি করা হয়। এ মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই কর্মবিরতি করেন।
×