ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সমাজ ক্রমশ অমানবিক হয়ে উঠছে ॥ মেনন

প্রকাশিত: ১২:২৫, ১০ অক্টোবর ২০১৯

বাংলাদেশের সমাজ ক্রমশ অমানবিক হয়ে উঠছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের সমাজ ক্রমশ অমানবিক হয়ে উঠছে। না হলে পরে বন্ধুরা মিলে সহপাঠীকে পিটিয়ে মারতে পারে না। আর উপাচার্য তার ছাত্রের মৃত্যুর পর তাকে দেখতে যেতে পারে না; নিহত ছাত্রের জানাজায় অংশ না নেয়াটাই কতবড় অসংবেদনশীলতা এটা স্পষ্ট বোঝা যায়। এর কারণ আসলে বাংলাদেশের যে ভোগবাদী অর্থনীতি ক্রমাগত দেশের মধ্যে এক ধরনের অমানবিক সমাজ গড়ে তুলছে। অর্থনীতির মধ্যে ব্যক্তি লাভালাভ ছাড়া সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু দায়-দায়িত্ব আছে এটাই এখন মনে করতে পারছে না। বুধবার উত্তরায় আব্দুল জলিল হাইস্কুল অডিটোরিয়ামে ওয়ার্কার্স পার্টি বৃহত্তর উত্তরা থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন। রবিবার রাতে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়িতে ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ পাওয়ার পর থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বৃহত্তর উত্তরা থানার নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।
×