ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভুয়া জন্মদিন

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ অক্টোবর

প্রকাশিত: ১২:২৫, ১০ অক্টোবর ২০১৯

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩০ অক্টোবর নির্ধারণ করেছে আদালত। বুধবার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশে দ্বিতীয় ভবনে স্থাপিত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিমের অস্থায়ী আদালতে এ বিচার কাজ শুরু হয়। এ সময় খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন জানায় আসামি পক্ষ। সময়ের আবেদন মঞ্জুর করে আদেশ দেন বিচারক আসাদুজ্জামান নুর। এর আগে গত বছরের ৩১ জুলাই এ সংক্রান্ত দুটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান বেগম খালেদা জিয়া। উল্লেখ্য , মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার মার্কশীট অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর।
×