ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অবৈধ দখলদারের বাধায় রেল ভূমি উদ্ধার পণ্ড

প্রকাশিত: ১২:২৪, ১০ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে অবৈধ দখলদারের বাধায় রেল ভূমি উদ্ধার পণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলার পাহাড়তলীতে রেল ভূমি উদ্ধার অভিযান শেষ পর্যন্ত পণ্ড হয়েছে। বুধবার দুপুরে হাজার হাজার অবৈধ দখলদারের বাধায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে। দুই ঘণ্টা অভিযানের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান বন্ধ করা হয়েছে। বুধবার সকালে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও অভিযান শুরু হয়েছে দুপুর সাড় বারোটার পর। মাত্র দুই ঘণ্টার অভিযানে ৮০ জনের দখলে থাকা ৩০টি সেমিপাকা দোকান ভাংচুর করা হয় বুলডোজার দিয়ে। উদ্ধার করা হয় ২৬ শতক জায়গা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে নামেন। প্রায় পাঁচ হাজার অবৈধ দখলদারের বাধার মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় অভিযান বন্ধের ঘোষণা দেয়া হয়। প্রত্যক্ষভাবে দেখা গেছে, পাহাড়তলীর রেলওয়ে ক্যারেজ এ্যান্ড ওয়াগন শপের সামনেই বুলডোজার দিয়ে ৩০টি দোকান ভেঙ্গে ফেলা হয়। এর আগে উচ্ছেদ অভিযানের কথা শুনে সেগুনবাগানের তালীমুল কোরান মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছেন। অবৈধভাবে মাদ্রাসা নির্মাণ কওে রেল ভুমি দখলে নিয়েছে। পরে সেখানে একটি মানববন্ধনেরও আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। দুুপুর সাড়ে বারোটার দিকে ওয়ার্কশপের সামনে অবস্থান নেয় অভিযানকারী দল। এ সময় প্রায় ৪/৫ হাজার অবৈধ দখলদার অভিযানকারী দলকে বাধা প্রয়োগ করে। পরে র‌্যাব-৭ ঘটনাস্থলে পৌঁছলে আবার অভিযান শুরু হয়।
×