ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১২:২৪, ১০ অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারককে বুধবার গ্রেফতার করেছেন র‌্যাব-১’র সদস্যরা। এ সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কর্মকর্তার নামে জাল কাগজপত্র, সিল, ওয়াকিটকি সেট, এসএসএফের পোশাক, খেলনা পিস্তল, নগদ টাকা ও গাড়িসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং মালামাল জব্দ করা হয়েছে। অভিযানকালে সরকারী কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে গাজীপুর কারাগারে প্রেরণ করেছেন। গ্রেফতারকৃতের নাম ইল্লাম শাহারিয়ার (৩৭)। সে ঢাকার ক্যান্টনমেন্ট বারিধারা ডিওএইচএস এলাকার সাবেক সেনা কর্মকর্তা মোঃ সাদিক হাসানের ছেলে। র‌্যাক-১’র স্পেশালাইজড কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। র‌্যাব-১’র গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের শিমুলতলীর মৌবাগ এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারক অবস্থান করছে।
×