ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হার দিয়ে ‘এ’ দলের ওয়ানডে সিরিজ শুরু

প্রকাশিত: ১২:১৩, ১০ অক্টোবর ২০১৯

হার দিয়ে ‘এ’ দলের ওয়ানডে সিরিজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে হার দিয়ে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত এ ম্যাচটিতে ৭ উইকেটে হেরেছে। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটসম্যানরা ব্যর্থ হন। ৩৩.৩ ওভারে ১১৬ রান করতেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সাইফ হাসান সর্বোচ্চ ৩২ রান করেন। নাজমুল হোসেন শান্ত করেন ২৪ রান। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২১ রান। আর কোন ব্যাটসম্যানই ২০ রানের ধারে কাছে যেতে পারেননি। অফ স্পিনার আশান প্রিয়াঞ্জন ৪ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট হাতেও প্রিয়াঞ্জন দেখান ঝলক। তিনি একাই অপরাজিত ৫০ রান করেন। ৫১ রানে ৩ উইকেট পড়ার পর আর কোন উইকেটই নিতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। প্রিয়াঞ্জন ও প্রিয়ামল পেরেরা (২৪*) মিলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৩ উইকেট হারিয়ে ২৫.৫ ওভারে ১২০ রান করে জিতে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল। দুটি চারদিনের ম্যাচের সিরিজের দুটি ম্যাচই ড্র হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই হার হয় বাংলাদেশ ‘এ’ দলের। হার দিয়েই ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। ব্যাটিং ব্যর্থতাতেই এমন বড় হার হয়েছে। স্কোর ॥ বাংলাদেশ ‘এ’ দল ইনিংস- ১১৬/১০; ৩৩.৩ ওভার (সাইফ ৩২, নাঈম ২, শান্ত ২৪, এনামুল ৫, মিঠুন ২১, আফিফ ১১, আরিফুল ৫, সানজামুল ৬*, আবু হায়দার ১, মেহেদী হাসান রানা ০, আবু জায়েদ ০; প্রিয়াঞ্জন ৪.৩-১-১০-৪)। শ্রীলঙ্কা ‘এ’ দল ইনিংস- ১২০/৩; ২৫.৫ ওভার (নিসানকা ১, সান্দুন ১৬, কামিন্দু ২৩, প্রিয়াঞ্জন ৫০*, পেরেরা ২৪*; আবু হায়দার ৬-১-১৪-১, আবু জায়েদ ৪-০-১৯-১, রানা ৫-০-২৪-১)। ফল ॥ শ্রীলঙ্কা ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।
×