ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সার্ফ এক্সেলের ‘মুক্ত হোক শৈশব’ ক্যাম্পেন

প্রকাশিত: ০৯:৪২, ১০ অক্টোবর ২০১৯

সার্ফ এক্সেলের ‘মুক্ত হোক শৈশব’ ক্যাম্পেন

দ্রুত নগরায়ণ এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে এখনকার শিশুদের সঙ্গে বাইরের জগতের সম্পর্ক নেই বললেই চলে। অল্প যে অবসরটুকু ওরা পায় সেটুকুও কাটাচ্ছে স্ক্রীনে। তবে এজন্য ওদেরকে দোষ দিয়ে লাভ নেই বরং দোষ দিলে সেটা হবে অন্যায়। কেননা মাঠ বা খেলার জায়গার অভাবে আজকের শিশুরা বেড়ে উঠছে কয়েক ইঞ্চির বন্দী স্ক্রীনে বাইরে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘মুক্ত হোক শৈশব’ শীর্ষক একটি নতুন ক্যাম্পেন লঞ্চ করেছে ইউনিলিভার বাংলাদেশের ডিটারজেন্ট ব্র্যান্ড সার্ফ এক্সেল। বিভিন্ন সরকারী-বেসরকারী পার্টনারদের সহযোগিতা নিয়ে জনসাধারণকে সৃজনশীল কার্যকলাপে অংশগ্রহণ করানো এই ক্যাম্পেনের উদ্দেশ্য। আর তারই অংশ হিসেবে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথোরিটির সঙ্গে জোট বেঁধে সার্ফ এক্সেল গত বছরের ডিসেম্বর থেকে ‘কার ফ্রি স্ট্রিট’-এর আয়োজন করে আসছে। প্রতিমাসের প্রথম শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কার্যক্রমে ছোট বড় সকল বয়সী বাচ্চাদের খেলাধুলার সুবিধার্থে ও নিরাপত্তার স্বার্থে মানিক মিয়া এভিনিউ-এর একটি অংশ বন্ধ করে দেয়া হয়। বাচ্চাদের সৃজনশীলভাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিমাসে আলাদা আলাদা থিমে সেট করা হয়। পাশাপাশি তাদের আনন্দ ও হৈ চৈ-এর জন্য ব্যবস্থা করা হয় নানান ধরনের খেলাধুলার সামগ্রীও। Ñবিজ্ঞপ্তি
×