ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:১৯, ১০ অক্টোবর ২০১৯

মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন ওপেন স্কাইস ট্রিটি বা মুক্ত আকাশ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা নিচ্ছে। প্রশাসন শীঘ্র এ সংক্রান্ত একটি ঘোষণা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ কথা বলেছেন। এ পদক্ষেপের বিরুদ্ধে এর মধ্যেই কংগ্রেসে ডেমোক্র্যাটদের কাছ থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে। সিএনএন। মুক্ত আকাশ চুক্তি (ওএসটি) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে রাশিয়া ও অন্য সদস্য রাষ্ট্রগুলোর আকাশ নজরদারি তৎপরতায় আমেরিকান সামরিক বাহিনীর দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে এবং কার্যকর হয় ২০০২ সালে। স্বাক্ষরকারী ৩৪টি সদস্য রাষ্ট্রের জন্য একে অন্যের আকাশে নিরস্ত্র নজরদারি ফ্লাইটস পরিচালনার সুযোগ রয়েছে। প্রতিরক্ষা দফতরের অংশ মার্কিন ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সির মতে এ চুক্তি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো যাচাইয়ের জন্য সহযোগিতায় ব্যবহার করা হয়। পররাষ্ট্র দফতর বলেছে, রাষ্ট্রের আকৃতি, সামরিক শক্তির ওপর আকাশ আলোকচিত্রের মাধ্যমে তথ্য সমাবেশে সরাসরি ভূমিকা ও রাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট কর্মকা- নির্বিশেষে অংশগ্রহণকারীর পারস্পরিক সমঝোতা বৃদ্ধি। প্রশাসন যে সকল আন্তর্জাতিক চুক্তি প্রত্যাহার করেছে সেগুলোর মধ্যে এটি হচ্ছে অতি সাম্প্রতিক। যুক্তরাষ্ট্র আগস্টে রাশিয়ার সঙ্গে মাঝারি পাল্লার পরমাণু অস্ত্র চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়। এ সঙ্গে শেষ হয় যুগসৃষ্টিকারী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির। বিশ্লেষকদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের এ সাম্প্রতিক সিদ্ধান্তে মস্কোর সঙ্গে এক নতুন ও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিএনএন এক রিপোর্টে বলেছে, মার্কিন সামরিক বাহিনী একটি নতুন অপারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ ক্ষেপণাস্ত্রটি ইউরোপে রাশিয়ার প্রতি বিশেষভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তারা চুক্তি সম্পৃক্ত ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের চিঠির বিষয়ে সজাগ রয়েছেন। হাউস ফরেন এফেয়ার্স, হাউস আর্মড সার্ভিসেস, সিনেট আর্মড সার্ভিসেস ও সিনেট ফরেন রিলেশনস কমিটিতে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে লিখিত এক চিঠিতে বলেছেন, ডেমোক্র্যাটরা আসন্ন ঘোষণাটির বিরুদ্ধে তাৎক্ষণিক সমালোচনা করেছেন। তারা বলেছেন, গুরুত্বপূর্ণ বহুজাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি মুক্ত আকাশ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের জন্য হবে ট্রাম্প প্রশাসনের আরও একটি উপহার।
×