ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি

প্রকাশিত: ০৬:১৯, ৯ অক্টোবর ২০১৯

ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, চুক্তি বাতিল করে প্রমাণ দিন আপনি আবরারের পক্ষে, ভারতের আবদারের পক্ষে নন। রিজভী বলেন, পররাষ্ট্র মন্ত্রী সিলেটে বলেছেন, একটি ভুল ধারনা তৈরি হচ্ছে যে, বাংলাদেশ ভারতকে গ্যাস দিচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা গ্যাস প্রক্রিয়াজাতকরণ শেষে তা ভারতে রপ্তানি হবে। ভারতের গ্যাস রফতানির চুক্তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেনের ব্যাখ্যা হাস্যকর। কারণ, বিদেশ থেকে গ্যাস এনে আমাদের প্রক্রিয়া করে ভারতে রফতাানি করতে হবে কেনো? ভারত নিজে কি প্রক্রিয়া করতে জানে না? আপনি যেখান থেকে গ্যাস আনবেন সেখান থেকে ভারত নিজেই তো গ্যাস নিতে পারে। আপনাকে কেনো দিতে বলবে? সংবাদ সম্মেলনে আিরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবীর মুরাদ, আবুল খায়ের ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
×