ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিমন্যাস্টিক্সে ফের বিশ্ব সেরা যুক্তরাষ্ট্র ॥ বাইলসের ইতিহাস

প্রকাশিত: ২৩:০৮, ৯ অক্টোবর ২০১৯

জিমন্যাস্টিক্সে ফের বিশ্ব সেরা যুক্তরাষ্ট্র ॥ বাইলসের ইতিহাস

অনলাইন ডেস্ক ॥ জিমন্যাস্টিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চমবারের মতো দলগতভাবে সেরা হয়েছে যুক্তরাষ্ট্র। আর এতে সবচেয়ে বেশিবার সেরার পদক জিতে ইতিহাস গড়েছেন সিমোন বাইলস। জার্মানির স্টুর্টগার্টে এবারের আসরে মঙ্গলবার দলগত ফাইনালে খুব একটা ভুল করেনি যুক্তরাষ্ট্রের মেয়েরা, ১৭২.৩৩০ গড়ে সেরা হয় তারা। ৫.৮০১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় হয়েছে রাশিয়া। ১৬৪.৭৯৬ স্কোর গড়ে তৃতীয় হয়েছে ইতালি। ১৯৫০ সালের পর এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় দলগত পদক পেলো দেশটি। আর ২০০৩ সালের পর এবারই প্রথম এই ইভেন্টে কোনো পদক পেলো না চীন। এই নিয়ে বিশ্ব আসরে ক্যারিয়ারে ২১তম পদক পেলেন বাইলস। ছাড়িয়ে গেলেন রাশিয়ার সভেতলানা খোরকিনাকে। পুরুষ-নারী মিলে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডটির মালিক বেলারুশের ভিতালি শেয়ারবোহ। এই সপ্তাহে হতে যাওয়া ব্যক্তিগত ইভেন্টেই অবশ্য রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ আছে রিও অলিম্পিকে চারটি সোনা জেতা বাইলসের সামনে। রিওতে ব্যালেন্স বিমে পিছলে পড়ে ‘পাঁচে পাঁচ’ হাতছাড়া হয়েছিল তার, জিতেছিলেন ব্রোঞ্জ।
×