ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাচলেন ম্যারাডোনা

প্রকাশিত: ১২:২১, ৯ অক্টোবর ২০১৯

নাচলেন ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আমুদে হিসেবে পরিচিত আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। সবসময় হেসে-খেলে, আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে থাকতে পছন্দ করেন। এসব করতে যেয়ে বিতর্কেও কম জড়াননি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে এসব পাত্তা না দিয়ে সবসময় ফুরফুরে মেজাজেই থাকেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এই যেমন নতুন ক্লাব জিমনেশিয়া দ্য লা প্লাটার ড্রেসিংরুম নেচে-গেয়ে মাতিয়েছেন ম্যারাডোনা। তার অধীনে চলতি মৌসুমে প্রথম জয় পেয়েছে দলটি। গোদোই ক্রুজকে ৪-২ ব্যবধানে হারিয়েছে লা প্লাটা। আর তাতেই বাঁধভাঙ্গা উল্লাসে মাতেন ম্যারাডোনা। ড্রেসিংরুমে শিষ্যদের সামনে নেচে প্রথম জয় উদযাপন করেছেন। শিষ্যরাও এতে বেজায় মজা পেয়েছেন। কোচিংয়ে মেক্সিকো অধ্যায় ছেড়ে ২০১০ সালের পর পুনরায় আর্জেন্টিনা ফিরেছেন ম্যারাডোনা। দায়িত্ব নিয়েছেন স্বদেশী ক্লাব জিমনেশিয়ার। অবশ্য ম্যারাডোনার অধীনে জিমনেশিয়া যেভাবে এগোচ্ছে আগামী মৌসুমেই হয়তো অবনমন হতে পারে তাদের। আর্জেন্টিনার শীর্ষ লীগ সুপারলিগার ২৪ দলের তালিকায় একেবারে তলানিতে আছে জিমনেশিয়া ও গোদোই ক্রুজ। বর্তমানে ৯ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ৭ পরাজয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ২৩তম স্থানে অবস্থান করছে ম্যারাডোনার দল।
×