ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় কাতার ফুটবল দল

প্রকাশিত: ১২:২০, ৯ অক্টোবর ২০১৯

ঢাকায় কাতার ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘ই’তে। আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচ। এ লক্ষ্যে রোজই কঠোর অনুশীলনে নিজেদের শানিত করছে জেমি ডে’র শিষ্যরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে মধ্যপ্রাচ্যের দেশ শক্তিধর কাতারকে মোকাবেলা করবে বাংলাদেশ। বাফুফে জানিয়েছে- এ্যাওয়ে ম্যাচ খেলতে কাতার এসেছে মাত্র একদিন আগে বুধবার মাঝরাতে। ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতার বাংলাদেশ থেকে ১২৫ ধাপ এগিয়ে। যেখানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৮৭, সেখানে কাতারের অবস্থান ৬২ নম্বরে। স্বাগতিক হিসেবে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে কাতার। হেড টু হেডেও কাতারের চেয়ে পিছিয়ে আছে লাল-সবুজরা। এ পর্যন্ত ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ২টি ম্যাচেই জয়ী হয়েছে কাতার। ১টি ম্যাচে ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। এখন পর্যন্ত বাছাইপর্বে দুটি ম্যাচ খেলেছে তারা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্রতে করে তারা। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে ১-০ গোলে। দুর্ঘটনায় আহত দাবাড়ু খাদেজার জ্ঞান ফেরেনি স্পোর্টস রিপোর্টার ॥ দাবাড়ু খাদেজা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তিনি দুই আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু জান্নাতুল মাওয়া মৌরি এবং মুশফিকা জান্নাত সাওরির মা। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ধানম-ির আব্দুর রাজ্জাক চেস একাডেমি থেকে দাবা প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার সময় সংসদ ভবনের কাছে আড়ংয়ের সামনে রাস্তা অতিক্রম করার সময় মটর সাইকেলের সঙ্গে ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান খাদেজা। প্রথমে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
×