ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাড়ে তিন বছর পর স্টিভেন স্মিথ

প্রকাশিত: ১২:১৯, ৯ অক্টোবর ২০১৯

সাড়ে তিন বছর পর স্টিভেন স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এরপর ইংল্যান্ডে ঐতিহ্যের এ্যাশেজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন। সাড়ে তিন বছর পর এবার টি২০ দলে ফিরলেন স্মিথ। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক দেশের জার্সিতে সর্বশেষ টি২০ খেলেছেন সেই ২০১৬ সালের মার্চে মোহালিতে ভারতের বিপক্ষে। আর তারকা ওপেনার ওয়ার্নার ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অকল্যান্ডে নিউজিলান্ডের বিপক্ষে। ঘরের মাটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য এ্যারন ফিঞ্চের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে মাঠে নামবে অস্ট্রেলিয়া। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু ৩ নবেম্বর। আগামী বছর ঘরের মাটিতে টি২০ বিশ্বকাপ সামনে রেখে সিরিজ দুটি স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আয়োজকরা সেভাবেই প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপে কিছুটা ম্লান দেখালেও ৩০ বছর বয়সী স্মিথ ইংল্যান্ডের মাটিতে এ্যাশেজ টেস্ট সিরিজে করেন ৭৭৪ রান। আর গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৬৯২ রান করা ওয়ার্নার ওয়ানডে বিশ্বকাপে করেন ৬৪৭ রান। টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার যতোটা সমৃদ্ধ, কুড়ি ওভারের ফরমেটে ঠিক ততটা পারদর্শী নন স্মিথ। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাম লেখানোর পর ছয় বছরে মাত্র ৩০ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ২৫ ইনিংসে ব্যাট করে তার রান সংখ্যা ৪৩১, ফিফটি মাত্র ২টি। এদিকে স্মিথের তিন বছরের অপেক্ষা শেষ হওয়ার সিরিজে দল থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস, ক্রিস লিন, ডি আরচি শর্ট, নাথান লেয়ন, নাথাল কুল্টার নাইল, পিটার হ্যান্ডসকম্বরা। এছাড়া পিঠের অস্ত্রোপচারের কারণে খেলতে পারবেন না জেসন বেহরেনডর্ফ। একঝাঁক খেলোয়াড় পরিবর্তনের স্কোয়াডে পুনরায় দলে ফিরেছেন ডানহাতি পেসার বিলি স্ট্যানলেক। এছাড়া লেয়নের বদলে স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন এ্যাশটন এ্যাগার ও এ্যাডাম জাম্পা। দলে আরও ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান বেন ম্যাকডারমট ও পেসার বিলি স্ট্যানলেক। গত নবেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ টি২০ খেলেছিলেন তারা। অস্ট্রেলিয়া টি২০ দল ॥ এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এ্যাস্টন এ্যাগার, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, এ্যাস্টন টার্নার, এ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার, এ্যাডাম জ্যাম্পা।
×