ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওপেনার রোহিতে মুগ্ধ কোহলি

প্রকাশিত: ১২:১৯, ৯ অক্টোবর ২০১৯

ওপেনার রোহিতে মুগ্ধ কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ রঙিন পোশাকের ওয়ানডে ও টি২০তে ভারত তো বটেই আধুনিক বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। ব্যাট হাতে রানের ফল্গুধরা বইয়ে দিচ্ছেন, গড়ছেন একের পর এক রেকর্ড। কিন্তু পাঁচ বছরে ২৭টি টেস্টে তাকে মিডলঅর্ডারে খেলানো হয়েছে। সাদা পোশাকে ব্যর্থতার পরিচয় দিয়ে বারবার দল থেকে বাদ পড়েছেন। রোহিত যে আজন্ম এক ওপেনার, অবশেষে সেটি বুঝতে পারল ভারতীয় ম্যানেজমেন্ট। ক্যারিয়ারের ২৮তম টেস্টে এসে প্রথম ওপেনিংয়ের সুযোগেই বাজিমাত করলেন ৩২ বছর বয়সী তারকা। বিশাখাপত্তমে খেললেন ১৭৬ ও ১২৭ রানের ম্যারাথন দুটি ইনিংস। টেস্টের ১৪২ বছরের ইতিহাসে ওপেনার হিসেবে নিজের প্রথম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরির এমন নজির দ্বিতীয়টি নেই। মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘টেস্টে প্রথম ওপেন করতে নেমে রোহিত সত্যি অসাধারণ ব্যাটিং করেছে। আমরা জানতাম ও পারবে। কিছুদিন ধরে ভাবছিলাম। অবশেষে পাওয়া সুযোগ সে শতভাগ কাজে লাগিয়েছে। সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালও দারুণ খেলেছে। ওপেনিংয়ে ওদের দুর্দান্ত ব্যাটিং আমাদের কাজটা সহজ করে দেয়।’ বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্পর্ক সাপেনেউলে। কিছুদিন আগে পর্যন্ত এ নিয়ে সরব ছিল গণমাধ্যম। ভারতের জাতীয় ক্রিকেট দলে দুই তারকার সম্পর্ক নিয়ে নানান সময়ে রটেছে নানা গুজব। কিন্তু দুই ক্রিকেটারের মধ্যে আদৌ যে কোন বিরোধিতা নেই, সেটা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন কোহলি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয়ের নায়ককে নিয়ে অধিনায়কের বক্তব্যে ছিল তারই প্রতিফলন। প্রথম ইনিংসে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে রেকর্ড পার্টনাশিপ গড়েন মায়াঙ্ক আগারওয়াল। সেঞ্চুরি তুলে রোহিত থামলেও ডাবল সেঞ্চুরি হাঁকান ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা নবীন এই ডানাহাতি ওপেনার, খেলেন ২১৫ রানের মনোমুগ্ধকর ইনিংস। পরে বোলিংয়ে কাজের কাজটা করেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন দুই স্পিনার। এ নিয়ে কোহলি আরও বলেন, ‘দুজনই ভাল বোলিং করেছে। পিচ ফ্ল্যাট ছিল। তা সত্ত্বেও দারুণ বল করেছে তারা। বিশ্বাস ছিল, ওরা ঠিকই সাফল্য পাবে।’ অশ্বিন-জাদেজার সঙ্গে বোলিংয়ে তোপ দাগান পেসার মোহাম্মদ শামি। ‘দ্বিতীয় ইনিংসে সে-ই ছিল আমাদের স্ট্রাইক বোলার। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে’Ñ বলেন অধিনায়ক। ওয়ানডেতে রোহিতের সঙ্গে শিখর ধাওয়ান মোটামুটি সেট। দুজনই চমৎকার ব্যাটিং করছেন। কিন্তু টেস্টে ওপেনিং নিয়ে বেশ ভুগছিল ভারত। মুরলি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বিশ’ অনেকেই এসেছেন থিতু হতে পারেননি। এবার তাই নবীন আগারওয়ালের সঙ্গে ওয়ানডের সফল ওপেনারকে নামিয়ে দেয়া হয়। তবে টেস্টেও রোহিতকে দিয়ে ওপেন করতে পারেন, এমন ইনিঙ্গত নাকি তিনি আরও দুই বছর আগেই পেয়েছিলেন। প্রথম টেস্টে জয়ের নায়ক বলেন, ‘বছর দুই আগে আমাকে এটা জানানো হয়েছিল যে, ভবিষ্যতে কখনও আমি ওপেন করতে পারি। সেই কারণে নেটে আমি নতুন বলেও অনেক প্র্যাক্টিস করতাম। তাই এখন ওপেন করার দায়িত্ব পেয়ে অবাক হয়েছি, বলব না।’ ধারণা করা হয় বছর দুয়েক আগে থেকেই তাকে প্রস্তুত করেছিলেন আসলে প্রধান কোচ রবি শাস্ত্রী। এবার ঘরের মাটিতে অধিনায়ক কোহলির সমর্থনে সেটি বাস্তবায়ন করা হয়েছে। হিটম্যান এখন টেস্টেও ধারাবাহিকতা ধরে রাখতে চান, ‘একটা নির্দিষ্ট ভঙ্গিতে খেলা আমার কাজ। ওরা (টিম ম্যানেজমেন্ট) আমার থেকে সেটাই আশা করে। সেই দায়িত্ব যাতে পূরণ করতে পারি, ভবিষ্যতে তার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাব।’
×