ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা যুবাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনুর্ধ-১৯ ‘এ’

প্রকাশিত: ১২:১৮, ৯ অক্টোবর ২০১৯

শ্রীলঙ্কা যুবাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনুর্ধ-১৯ ‘এ’

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের সময়টা দুর্দান্ত কাটছে। বাংলাদেশের যুবারা টানা সাফল্যের মুখ দেখে চলেছে। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশের যুবারা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে গেছে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে। সিরিজ শেষে আকবর আলীর দল ফেরার আগেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ ক্রিকেট দল। তাদের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচে তাই বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বাইরে থাকা ক্রিকেটাররা খেলবেন। অর্থাৎ মূলত অনুর্ধ-১৯ ‘এ’ দল মুখোমুখি হবে তাদের। তবে পরবর্তীতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা, সেখানে আকবররাই খেলবেন। এ বছর বেশ কিছু সাফল্য এনেছে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয়েছে। গ্রুপপর্বে শীর্ষ দল হয়ে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায়। পরে যুব এশিয়া কাপের ফাইনালেও ভারতীয় যুবাদের বাগে পেয়ে দুর্ভাগ্যজনকভাবে হেরে রানার্সআপ হয়। এটিই ছিল এশিয়া কাপে বাংলাদেশের যুবাদের প্রথম ফাইনাল। এখন নিউজিল্যান্ড সফরেও দোর্দ- প্রতাপ দেখিয়ে চলেছে বাংলাদেশের যুবারা। ইতোমধ্যেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিয়েছে। স্বাগতিক কিউই যুবাদের কোন পাত্তাই দেয়নি আকবরের দল। এই দলটির সঙ্গে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় যেতে পারেননি। তাদেরসহ আরও কয়েকজন প্রতিশ্রুতিশীল যুব ক্রিকেটারকে নিয়ে দল গড়ছে বিসিবি। আর সেই দলটি মূল যুব ক্রিকেট দলের ব্যাকআপ। তারা এবার নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন শ্রীলঙ্কা যুবাদের বিপক্ষে। ২টি চারদিনের ম্যাচে আকবরের নেতৃত্বাধীন মূল দল খেলতে পারবে না। তাই যুব ‘এ’ ক্রিকেট দলই সেই ম্যাচ দুটি খেলবে। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সোহেল ইসলাম। তবে পরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মূল দলই অংশ নেবে। টানা খেলার ক্লান্তি থেকে আকবরদের কিছুটা বিরতি দেয়ার পাশাপাশি ব্যাকআপ তৈরির জন্যই এ ব্যবস্থা। সোহেল অবশ্য বলছেন, ‘এটাকে ব্যাকআপ টিম বলব না। জাতীয় দলের ব্যাকআপ হিসেবে যেমন ‘এ’ দল থাকে অনেকটা ওরকম। এবারই প্রথমবার এই দলটি করা হয়েছে। অনুর্ধ-১৯ এর জন্য বেশি ক্রিকেটার যেন থাকতে পারে। যে কোন খেলোয়াড় যেন মূল দলে যেতে পারে। প্রতিযোগিতা রাখার জন্যই আসলে এই দলটি করা।’ এই সুযোগ কাজে লাগিয়ে ভাল করতে পারলে অনুর্ধ-১৯ মূল দলে জায়গা পাওয়ার পথ সুগম হবে ক্রিকেটারদের। আর সেটাই চাইছে বিসিবি যেন ভাল ক্রিকেটার বেরিয়ে আসে এবং মূল দলে খেলার সুযোগ পেতে প্রতিযোগিতা তৈরি হয়।
×