ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিএ ফাইনালস খেলবেন কেভিতোভা

প্রকাশিত: ১২:১৬, ৯ অক্টোবর ২০১৯

ডব্লিউটিএ ফাইনালস খেলবেন কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষদিকে এবারের ডব্লিউটিএ ফাইনালস আসর। বছর শেষে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ টেনিস খেলোয়াড়কে নিয়ে মর্যাদার এই আসর অনুষ্ঠিত হয়। এবারের আসরটি শেনঝেনে ২৭ অক্টোবর শুরু হয়ে ৩ নবেম্বর শেষ হবে। আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ খেলোয়াড় নিশ্চিত করেছিলেন এবারের এ মৌসুম শেষের আসরে অংশ নেয়া। ষষ্ঠ প্রতিযোগী হিসেবে তা নিশ্চিত হয়েছে বিশ্বের ৭ নম্বর তারকা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার। অপেক্ষায় আছেন এলিনা সিতোলিনা, সেরেনা উইলিয়ামস, কিকি বার্টেন্স ও বেলিন্ডা বেনচিচ। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মস্কো ওপেনের পর নিশ্চিত হবে কোন্ ২ জন মৌসুম শেষের মর্যাদার আসর ডব্লিউটিএ ফাইনালস খেলবেন। ২০১১ সালে ডব্লিউটিএ ফাইনালসে প্রথমবার খেলেছিলেন কেভিতোভা। আর অভিষেক সেই আসরে অংশ নিয়েই শিরোপা জিতেছিলেন ২৯ বছর বয়সী এ তারকা। এরপর ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালেও ডব্লিউটিএ ফাইনালস খেলেছেন তিনি। তবে আর শিরোপা জেতা হয়নি। এবার অবশ্য মৌসুমটা খুব বেশি ভাল কাটেনি তার। বছরের শুরুতে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও পরে তা ধরে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন জাপানের নাওমি ওসাকার কাছে হেরে রানার্সআপ হন সেখানে। তার আগে সিডনিতে শিরোপা জেতা এ চেক তরুণী স্টুটগার্ট ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন। পরে দুবাই ওপেনেও ফাইনাল খেলেন। এবার উহান ওপেনে সেমিফাইনাল এবং চায়না ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছেন। এতেই কিছুটা পয়েন্ট বেড়ে গেছে তার। সোমবার নতুন র‌্যাঙ্কিং ঘোষণার পর নিশ্চিত হয় কেভিতোভা এবার শেনঝেনে ডব্লিউটিএ ফাইনালস খেলবেন। তবে দুই সপ্তাহ এ বিষয়টি নিয়ে কিছুটা চাপের মুখে থাকা কেভিতোভা বলেন, ‘শেষ পর্যন্ত টেনিসে দু’টা দারুণ সপ্তাহ কাটলো আমার। আমি সন্তুষ্ট যে অনেকগুলো ম্যাচ খেলতে পেরেছি। আর এটাই মৌসুমের মাঝ সময়ে আমি পারিনি। আর শরীরটাও বেশ ভালভাবে সাড়া দিচ্ছে এটাও সন্তোষজনক আমার জন্য। দেখি পরবর্তী দিনগুলোয় কেমন যায় এটা।’ কেভিতোভার আগেই এবার ডব্লিউটিএ ফাইনালস নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টি, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু ও জাপানোর নাওমি ওসাকার। ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এ আসরে অংশ নেয়ার সুযোগ আছে আরও ২ জনের। সেখানে জোর লড়াই এলিনা সিতোলিনা, সেরেনা উইলিয়ামস, কিকি বার্টেন্স ও বেলিন্ডা বেনচিচের মধ্যে। এ কয়েকজন র‌্যাঙ্কিংয়ের ৭ থেকে ১০ নম্বর স্থানগুলো ধরে রেখেছেন। চারজনের মধ্যে সবমিলিয়ে ব্যবধান মাত্র ২৯০ পয়েন্টের। এ সপ্তাহে বার্টেন্স ও বেনচিচ সুযোগ পাচ্ছেন পয়েন্ট বাড়ানোর। অস্ট্রিয়ার লেডিস লিঞ্জ ওপেনে ভাল করতে পারলে তাদের সুযোগ মিলবে ডব্লিউটিএ ফাইনালস খেলার। তবে পরবর্তী সপ্তাহে মস্কোয় প্রিমিয়ার পর্যায়ের আসরের পরই চূড়ান্ত হবে শেষ দুইজনের নাম। সেখানে ইতোমধ্যেই খেলা নিশ্চিত করেছেন বার্টেন্স ও সিতোলিনা। অবশ্য এছাড়াও লুক্সেমবার্গে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে।
×