ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবার বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা

প্রকাশিত: ১২:১৫, ৯ অক্টোবর ২০১৯

আবার বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা

জাহিদুল আলম জয় ॥ ২০১১ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল সুপারস্টার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। পরেরদিন ৬ সেপ্টেম্বর নাইজিরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল বিখ্যাত আকাশী-সাদা জার্সিধারীরা। ওই ম্যাচে গোল না পেলেও দলের দুই গোলে এ্যাসিস্ট করেছিলেন রেকর্ড সর্বোচ্চ ছয়বারের ফিফাসেরা তারকা মেসি। আরেকবার আর্জেন্টাইন অধিনায়কের জাদুকরী পারফর্মেন্স দেখার সুযোগ মিলছে বাংলাদেশের দর্শকদের। কেননা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী মাসে বঙ্গবন্দু জাতীয় স্টেডিয়ামে প্যারাগুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়রা। মঙ্গলবার প্যারাগুয়ে ফুটবলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্যারাগুয়ে ফুটবলের অফিসিয়াল টুইটারে জানানো হয়, আগামী ১৫ নবেম্বর তারা প্রথম প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে। আর ১৮ নবেম্বর খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। দু’টি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর্জেন্টিনার ঢাকা আসার খবর এখন সবখানে আলোচিত। তবে মেসি-ডি মারিয়াদের আসাটা এখনও শতভাগ নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। এর মাঝেও আশার কথা আর্জেন্টিনার অক্টোবর ও নবেম্বরের চারটি প্রীতি ম্যাচের সিডিউলে ঢুকে গেছে ১৮ নবেম্বরের ঢাকার ম্যাচটি। এ কারণেই সবাই আশা করছেন, দ্বিতীয়বারের মতো ঢাকা আসতে চলেছেন ফুটবলের মহাতারকা মেসি ও বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। চলতি মাসে ইউরোপ সফর করছে আর্জেন্টিনা। এই সফরে দু’টি প্রীতি ম্যাচ খেলবে কোচ লিওনেল স্কালোনির দল। আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে হবে ম্যাচটি। এর চার দিন পর স্পেনের এলচেতে ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে আলবিসেলেস্তেরা। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ দু’টি খেলতে পারবেন না মেসি। এই দু’টি ম্যাচ খেলার পর আগামী মাসে এশিয়া সফরে আসবে বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় দলটি। এর মধ্যে ১৫ নবেম্বর স্বাগতিক সৌদি আরবের বিরুদ্ধে খেলবে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এই ম্যাচটি খেলেই ঢাকার উদ্দেশে উড়াল দেবেন আর্জেন্টাইন ফুটবলাররা। গত জুলাইয়ে কোপা আমেরিকায় রেফারিং নিয়ে কথা বলায় তিন মাস আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ আছেন মেসি। এ কারণে অনেকে সন্দিহান ছিলেন মেসি হয়তো এশিয়া সফরে আসতে পারবেন না। তবে জানা গেছে, এই সফরের আগেই তিন মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে। যে কারণে পূর্ণশক্তির আর্জেন্টিনা দলই বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে। অবশ্য এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে ম্যাচটি নিয়ে কিছু বলা হয়নি। তবে ভেনিজুয়েলা ফুটবল ফেডারেশনের (এফভিএফ) অফিসিয়াল টুইটার পোস্টেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্যারাগুয়ের বিরদ্ধে তাদের ম্যাচের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। অবশ্য দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থারও আন্তরিক ইচ্ছে আছে যেন আর্জেন্টিনা জাতীয় দল বাংলাদেশে আসে। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এখনও কোনকিছু পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক বিষয় জড়িত আছে। আমরা মনেপ্রাণে চাই আর্জেন্টিনা বাংলাদেশে আসুক। তবে এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আশা করছি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে পরিষ্কার বলতে পারব।’ এর আগে গত এপ্রিলেও মেসিদের ঢাকা আসার খবর চাউর হয়। তখন বলা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নয়াদিল্লী কার্যালয়ের আর্জেন্টাইন রাষ্ট্রদূত ড্যানিয়েল চোবুরুরকে মেসিদের এদেশে আনার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে তখন দু’পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেই এমন চিন্তা-ভাবনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বছর অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশে সাড়ম্বরে পালিত হবে জাতির জনকের ১০০তম জন্মবার্ষিকী। এ জন্যই আর্জেন্টিনাকে বাংলাদেশে নিয়ে আসার চিন্তা-ভাবনা করে সরকার। তবে আপাতত আগামী বছর নয়, আগামী মাসেই বাংলাদেশে আসতে যাচ্ছে মেসি ও তার দল আর্জেন্টিনা। বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত।
×