ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমনা ও ইসলামপুরে অভিযান ॥ দুই চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৩, ৯ অক্টোবর ২০১৯

রমনা ও ইসলামপুরে অভিযান ॥ দুই চোরাকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চোরাকারবারিদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীররাতে রাজধানীর রমনা ও ইসলামপুরে এ অভিযান চালিয়েছে কাস্টমস বন্ড। গ্রেফতারকৃতরা হলেন-মোরছালিন (২৬) ও সাজ্জাদ (৩০)। তাদের বিরুদ্বে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসলামপুর এলাকার বিভিন্ন মার্কেটে বন্ডেড চোরাই ফেব্রিকসের অবৈধ বেচা-কেনার অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশে একটি বহুমাত্রিক অভিযানের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাস্টমস বন্ড কমিশনারেটের একাধিক প্রিভেন্টিভ টিম গত ২৫ সেপ্টেম্বর চব্বিশ ঘণ্টাব্যাপী রাজধানীর ইসলামপুর এলাকার আল-ইসলাম কমপ্লেক্স ও শুভরাজ টাওয়ারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন গোপন গুদাম থেকে মোট ১০৯ টন বন্ডেড চোরাই ফেব্রিক্স আটক করা হয়। এসব পণ্য বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় আমদানিপূর্বক রফতানিতে ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে চোরাই মার্কেটে বিক্রয় করে দেয়া হয়েছে। অভিযানে সিআইডি, ডিএমপি সদর দফতর এবং স্থানীয় থানা পুলিশ সহায়তা করে। এসব অবৈধ পণ্যের আমদানি, সরবরাহ, মজুদ, বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়।
×