ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আট বছর পর ঢাকা আসছেন মেসিরা

প্রকাশিত: ১০:৩৬, ৯ অক্টোবর ২০১৯

আট বছর পর ঢাকা আসছেন মেসিরা

জাহিদুল আলম জয় ॥ বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ খবর। আবারও লাল-সবুজের দেশে আসছে বিশ্ব ফুটবলের শীর্ষ দুই জনপ্রিয় দলের একটি আর্জেন্টিনা। শুধু তাই নয়, দলটির সঙ্গে আসার কথা বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসির। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৮ নবেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে প্যারাগুয়ে ফুটবল এ্যাসোসিয়েশন (এপিএফ)। দেশটি তাদের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট থেকে জানিয়েছে, আগামী নবেম্বর মাসে ঢাকায় আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। আর্জেন্টিনা ম্যাচের আগে ১৫ নবেম্বর ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে। অবশ্য এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে ম্যাচটি নিয়ে কিছু বলা হয়নি। তবে ভেনিজুয়েলা ফুটবল ফেডারেশনও (এফভিএফ) তাদের অফিসিয়াল টুইটার পোস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্যারাগুয়ের বিরদ্ধে ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার প্যারাগুয়ে ফুটবল এ্যাসোসিয়েশন (এপিএফ) তাদের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্টে লিখেছে, ‘আলবিররোজা (প্যারাগুয়ে ফুটবল দলের ডাক নাম) নবেম্বর মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচী নিশ্চিত। বাংলাদেশের মাটিতে প্যারাগুয়ে মুখোমুখি হবে ভেনিজুয়েলা ও আর্জেন্টিনার।’ আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার বিষয়ে তদারকি করছে একটি প্রতিষ্ঠান। যারা এজেন্টের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই আলোচনার প্রেক্ষিতেই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। অবশ্য দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থারও আন্তরিক ইচ্ছে আছে ম্যাচটি আয়োজনের। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এখনও কোন কিছু পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক বিষয় জড়িত আছে। বিশেষ করে অর্থ ও নিরাপত্তার বিষয়টি। আমরা মনেপ্রাণে চাই আর্জেন্টিনা বাংলাদেশে আসুক। তবে এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আশা করছি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে পরিষ্কার বলতে পারব।’ এর আগে গত এপ্রিলেও মেসিদের ঢাকা আসার খবর শোনা যায়। তখন বলা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নয়াদিল্লী কার্যালয়ের আর্জেন্টাইন রাষ্ট্রদূত ড্যানিয়েল চোবুরুরকে মেসিদের এদেশে আনার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে তখন দু’পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেই এমন চিন্তা-ভাবনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বছর অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশে সাড়ম্বরে পালিত হবে জাতির জনকের ১০০তম জন্মবার্ষিকী। এ জন্যই আর্জেন্টিনাকে বাংলাদেশে নিয়ে আসার চিন্তা-ভাবনা করে সরকার। তবে আপাতত আগামী বছর নয়, আগামী মাসেই বাংলাদেশে আসতে যাচ্ছে মেসি ও তার দল আর্জেন্টিনা। আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শুরুর আগে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে দেখছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ কারণে যাদের উদ্যোগে ম্যাচটি হতে যাচ্ছে সেই প্রতিষ্ঠানকে ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার প্রস্তাব দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে আলোচনা করে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক সম্মতি ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিল। আমরা লিখিতভাবে তাদের জানিয়ে দিয়েছি সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা। ওই চিঠিতেই আমরা প্রস্তাব দিয়েছি ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার।’ তিনি আরও জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খেলাধুলার যে আয়োজনগুলো আছে তার সঙ্গে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচের সম্পর্ক নেই। ওই সময় বিশ্ব ফুটবলের আরেক জনপ্রিয় দল ব্রাজিলকে আনার চিন্তা-ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল সুপারস্টার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। পরেরদিন ৬ সেপ্টেম্বর নাইজিরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল বিখ্যাত আকাশী-সাদা জার্সিধারীরা। ওই ম্যাচে গোল না পেলেও দলের দুই গোলে এ্যাসিস্ট করেছিলেন রেকর্ড সর্বোচ্চ ছয়বারের ফিফাসেরা তারকা মেসি। অবশেষে আট বছর পর আরেকবার আর্জেন্টাইন অধিনায়কের জাদুকরী পারফর্মেন্স দেখার সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশের দর্শকদের। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ আছেন মেসি। তবে বাংলাদেশ সফরের আগেই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচটি খেলতে বাধা থাকবে না।
×