ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার জানালেন ডিসেম্বরেই শুরু হবে খেলা, খেলানো যাবে ৪ বিদেশী ক্রিকেটার

বিপিএল নিয়ে স্ববিরোধী বক্তব্য জালালের!

প্রকাশিত: ১২:০৪, ৮ অক্টোবর ২০১৯

  বিপিএল নিয়ে স্ববিরোধী বক্তব্য জালালের!

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর নিয়ে ধোঁয়াশা কাটছেই না। স্ববিরোধী কিছু বক্তব্যে বিষয়টি আরও ঘোলাটে করে তুলছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ এবার গত ৬ আসরে খেলা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মতানৈক্যে তাদের বাদ দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংস্করণ করার দায় নিয়েছে বিসিবি। তবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ আদৌ বিসিবি ঘোষিত সময় অনুসারে ৬ ডিসেম্বর শুরু হবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল আগেই। গত সপ্তাহে বিসিবির মিডিয়া কমিটি ও বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেছিলেন, নির্ধারিত সময় অর্থাৎ ৬ ডিসেম্বর বিপিএল সপ্তম আসরের খেলা মাঠে নাও গড়াতে পারে। তার এই বক্তব্যে ‘বঙ্গবন্ধু বিপিএল’ চলতি বছরে হওয়া নিয়ে শঙ্কার তৈরি হয়। সেই জালালই এবার সুর পাল্টে সোমবার জানালেন, কোন শঙ্কা নেই। নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে বিপিএল সপ্তম আসর বা ‘বঙ্গবন্ধু বিপিএল’ এবং সেজন্য সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জানা গিয়েছিল এবার এই বিশেষ আসরে প্রতি ম্যাচে ৩ বিদেশী খেলানো যাবে, এবার জালাল জানিয়েছেন ৪ জনই খেলবেন। বিপিএলের অন্যতম কর্মকর্তার এ স্ববিরোধী বক্তব্যে তাই ধোঁয়াশাও কাটেনি। এ বছরের শুরুতেই ষষ্ঠ বিপিএল সমাপ্ত হয়। জাতীয় নির্বাচনের কারণে নবেম্বর-ডিসেম্বরে আয়োজন করা যায়নি। এবার তাই আবার নির্ধারিত সময়ে বিপিএল করার পদক্ষেপ নেয় বিসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ৬ বছরের চক্র পূর্ণ হওয়ায় নতুন করে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার নোটিস দেয়া হয়। সেই চুক্তিটা আর হয়নি বিসিবি, বিপিএল গবর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের আলোচনায় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হওয়ায়। শেষ পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজিকে বাতিল কলে এবার নিজেদের তত্ত্বাবধানেই বিপিএল করার ঘোষণা দেয় বিসিবি। জানানো হয় বিশেষ এই বিপিএল ‘বঙ্গবন্ধুর’ নামে অনুষ্ঠিত হবে এবং ৭ দলের জন্য আলাদা স্পন্সর নিয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু ৬ ডিসেম্বর শুরুর তারিখ ঘোষণা করলেও এ বিষয়ে বিসিবির প্রত্যক্ষ কোন অগ্রগতি চোখে পড়েনি। তাছাড়া বিপিএল গবর্নিং বডির অন্যতম দুই সদস্য লোকমান হোসেন ভূঁইয়া বর্তমানে কারাগারে এবং মাহবুবুল আনাম দুদকের নজরদারিতে থাকায় বিষয়টি থমকে যায়। এ কারণেই গত সপ্তাহে ঘোষিত সময়ে এবারের বিপিএল শুরু হওয়া নিয়ে নিজেই শঙ্কা প্রকাশ করেন জালাল। তিনি বলেছিলেন, ‘নির্ধারিত তারিখে শুরু হবে কিনা আমারও সন্দেহ আছে! অনেক কিছুই এখনও শেষ হয়নি। এসব শেষ করে টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা হতে পারে।’ তবে সপ্তাহ পেরোতেই ভোল পাল্টে ভিন্ন সুরে কথা বললেন জালাল। সোমবার তিনি বিসিবিতে সাংবাদিকদের বলেন, ‘আগেই যেমন (আমরা) বলেছিলাম ৬ ডিসেম্বর থেকে শুরু হবে, এখনও সেটাই আছে। এজন্য কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ শুরু হয়ে গেছে। আমাদের সিইও সাহেব আছেন, উনি দেখছেন। বিপিএল করতে যে হোমওয়ার্ক করা দরকার সেগুলো করা শুরু হয়েছে, পেপার ওয়ার্কও শুরু হয়েছে। এই কাজগুলো শেষ হয়ে গেলে শীঘ্রই আমাদের যে পার্টনার বা স্পন্সর নেবার কথা তাদের সঙ্গে বসব।’ বিসিবির বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল এবার বঙ্গবন্ধু বিপিএলে প্রতি ম্যাচে ৩ বিদেশী খেলবেন। এবার জালাল জানালেন ৪ জনই খেলবেন একাদশে। বিশেষ এই বিপিএলের ফরমেট নিয়ে তিনি বলেন, ফরমেট আগে যেমন ছিল প্রায় একই থাকবে। চারজন বিদেশী খেলোয়াড় যেটা আগে ছিল, ৪ জনই থাকছে। ফ্র্যাঞ্চাইজি যদি আগে কোন খেলোয়াড়ের সঙ্গে যদি চুক্তি করে থাকে, তারা যদি ফ্রি থাকে- তাহলে আমরা তাদের প্রস্তাব করতে পারি যে তারা অংশগ্রহণ করবে কিনা। আমরা আগেই বলেছি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এটা বিশেষ এক সংস্করণ। আর এটা একটা আসরেই হবে। সভাপতি নিজেই এবার দায়িত্ব নিয়েছেন। উনি বিপিএল গবর্নিং কাউন্সিলের সঙ্গে বসবেন।’ তবে জালালের এমন স্ববিরোধী বক্তব্যের পর এখন নির্দিষ্ট সময়েরই অপেক্ষায় থাকতে হবে, আদৌ ‘বঙ্গবন্ধু বিপিএল’ যথা সময়ে অনুষ্ঠিত হয় কিনা!
×