ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেদনার রাত ম্যানইউ-ম্যানসিটির

প্রকাশিত: ১২:০৪, ৮ অক্টোবর ২০১৯

 বেদনার রাত ম্যানইউ-ম্যানসিটির

স্পোর্টস রিপোর্টার ॥ হতশ্রী দশা থেকে কিছুতেই বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সবখানেই বেহাল অবস্থা এক সময়ের ইংলিশ পরাশক্তিদের। ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের বাজে শুরুর রেকর্ড গড়েছে। এখন যেন তারা অগৌরবের রেকর্ডটাকে আরও হৃষ্টপুষ্ট করতে উঠেপড়ে লেগেছে! রবিবার রাতে আবারও হেরেছে ইপিএলের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। এ্যাওয়ে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ম্যানইউ। রাতটি ভাল কাটেনি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিরও। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরেছে সফরকারী ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে। এর ফলে ইপিএলে ১৯৭৯ সালের পর অর্থাৎ ৪০ বছর পর সিটির বিরুদ্ধে জয় পেয়েছে দলটি। ম্যানইউ-ম্যানসিটি হারলেও জয় পেয়েছে আর্সেনাল ও চেলসি। নতুন ক্লাবে ডেভিড লুইজের প্রথম গোলে আর্সেনাল ১-০ ব্যবধানে হারিয়েছে এএফসি বোর্নমাউথকে। আর সাউদাম্পটনকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন চেলসি। সব প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে জয়লাভে ব্যর্থ হওয়া ম্যানইউ পয়েন্ট তালিকার ১২ নম্বরে নেমে গেচে। আট ম্যাচের তাদের ভান্ডারে জমা মাত্র ৯ পয়েন্ট। হারলেও ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি। ১৫ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে আর্সেনাল। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি। পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ ১০ মিনিটে দুই গোল করে সিটির বিরুদ্ধে দারুণ জয় পায় ওলভারহ্যাম্পটন। দলটির জয়ের নায়ক জোড়া গোল করা এ্যাডাম ট্রাওরে। দুটি গোলই তিনি করেন পাল্টা আক্রমণে অনেকটা একক প্রচেষ্টায়। ম্যাচ শেষে গর্বিত ওলভারহ্যাম্পটন কোচ নুনো এসপিরিটো সান্টো বলেন, আপনাকে প্রথমেই যা করতে হবে সেটি হচ্ছে তাদের থামিয়ে দেয়া। আর আমরা সেটি করতে সক্ষম হয়েছি। কারণ ছেলেরা পাগলের মতো দৌড়েছে। অন্যদিকে সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমাদের মতো খেলতে গিয়ে সমস্যা হয়েছে। এর সমাধান খুঁজতে হলে আমাদের অনেক দলের গভীরে গিয়ে দেখতে হবে। তবে সেটি এখন নয়। তবে এখনই শিরোপার লড়াই থেকে নিজেদের সরিয়ে রাখতে রাজি নন সাবেক বার্সিলোনা কোচ। তিনি বলেন, লিভারপুলের সঙ্গে ব্যবধানটি অনেক বড় হয়ে গেছে। তবে আমরা আট পয়েন্টের এই ব্যবধানের বিষয়টি নিয়ে চিন্তা করতে চাই না। আমাদের সামনে এখনও গোটা অক্টোবর মাসটিই রয়ে গেছে। এই সময় বিপুল অনেক ম্যাচ ও প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। নিউক্যাসেলের মাঠে রীতিমতো বেইজ্জতি হয়েছে ম্যানইউ। ম্যাচের ৭২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে নিউক্যাসলকে দারুণ জয় উপহার দেন ১৯ বছর বয়সী ম্যাথু লংস্টাফ। বক্সে বাইরে থেকে অসাধারণ দক্ষতায় তিনি পরাস্ত করেন ডেভিড ডি গিয়াকে। এর ফলে প্রিমিয়ার লীগে স্বপ্নিল অভিষেক হয়েছে এই টিনএজারের। ম্যাচ শেষে ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, এখন আমরা আমাদের দলটিকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছি। এখন সেরা চারে অবস্থান নিতে হলেও আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে রেলিগেশন জোন থেকে মাত্র দুই পয়েন্ট উপরে অবস্থান করছে ইউনাইটেড। দলটির অধিনায়ক ও গোলরক্ষক ডেভিড ডি গিয়া বলেন, আমরা সঠিক কোন আক্রমণই রচনা করতে পারিনি। দলে কয়েকটি ইনজুরি রয়েছে। তবে সেটিকে অজুহাত বানালে চলবে না। আমাদের দলের নাম ম্যানচেস্টার ইউনাইটেড। তাই আমাদের অনুশীলনে আরও কঠিন পরিশ্রম করতে হবে। বোর্নমাউথের বিরুদ্ধে স্বস্তির জয়ের পর আর্সেনাল কোচ উনাই এমেরি বলেন, এই ফলাফলে আমরা খুবই আনন্দিত। প্রথমার্ধে আমাদের খেলার ধরনেও আমি খুশি। তবে কিছু কিছু জায়গায় আমরা সঙ্কটের মধ্যে পড়েছিলাম। এ নিয়ে কাজ করতে হবে।
×