ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঙ্কানদের সঙ্গে ড্র করল বাংলাদেশ ‘এ’

প্রকাশিত: ১২:০৩, ৮ অক্টোবর ২০১৯

 লঙ্কানদের সঙ্গে  ড্র করল  বাংলাদেশ ‘এ’

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও ড্র করেছে। হাম্বানটোটায় সোমবার ম্যাচের চতুর্থ ও শেষদিন দ্বিতীয় ইনিংসে রানের বন্যা বইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দল ২ উইকেটে ৩৫৭ রান করার পর উভয় দল ড্র মেনে নেয়। ফলে ২ ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট ০-০ সমতায় শেষ হলো। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই চারদিনের ম্যাচের অধিনায়ক মুমিনুল হক সৌরভ, জহুরুল ইসলাম অমি, সালাউদ্দিন সাকিল, মেহেদি হাসান মিরাজ ও সাদমান ইসলাম অনিক। তারা দেশে ফিরে ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লীগে অংশ নেবেন। আর ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই শ্রীলঙ্কায় গেছেন সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, আরিফুল হক, নাইম শেখ ও আবু হায়দার রনি। শ্রীলঙ্কা সফরে দুটি চারদিনের আনঅফিসিয়াল টেস্ট খেলার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় প্রথম ম্যাচটি ৩ দিনের হয়েছিল। সেই ম্যাচ ড্র হয়ে যায়। তবে দ্বিতীয় চারদিনের ম্যাচে বেশ ভাল অবস্থানে ছিল বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ৩৩০ রান তুলে ৬২ রানে এগিয়ে থেকে। তবে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল বিনা উইকেটে ১২৬ রান তুলে ৬৪ রানের লিড পায়। সেখান থেকে মাত্র দুই উইকেট হারিয়ে চতুর্থ ও শেষদিন তারা ৩৫৭ রান তুলে ফেলে। ২৯৫ রানের লিড পেয়ে যায় তারা। এরপর আর বেশি সময় না থাকায় উভয় দল ড্র মেনে নেয়। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্ক অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন। তিনি ৩০৭ বলে ২০ চার, ১ ছক্কায় ১৯২ করে রানআউট হয়ে যান। নিশঙ্ক ছাড়াও বাংলাদেশী বোলারদের হতাশায় পুড়িয়েছেন সঙ্গীথ কুরে ১৮৮ বলে ১২ চারে ৮৯ ও কামিন্দু মেন্ডিস ১৩৪ বলে ৬ চারে অপরাজিত ৬৭ রান করে।
×