ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য ইন্টারকে থামাল জুভেন্টাস

প্রকাশিত: ১২:০২, ৮ অক্টোবর ২০১৯

  অপ্রতিরোধ্য ইন্টারকে থামাল জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল ইন্টার মিলান। ইতালিয়ান সিরি’এ লীগে চলতি মৌসুমের প্রথম ৬ ম্যাচের সবটিতেই জয়ের স্বাদ পেয়েছিল এ্যান্টনিও কন্টের দল। অবশেষে ইন্টার মিলানের জয়রথ থামিয়ে দেয় জুভেন্টাস। রবিবার সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে পরাজয়ের স্বাদ উপহার দেয় ইন্টার মিলানকে। সেইসঙ্গে সিরি’এ লীগের শীর্ষস্থানে উঠে এসেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। নিজেদের মাঠ সানসিরোতে রবিবার জুভেন্টাসকে স্বাগত জানায় ইন্টার মিলান। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফরোয়ার্ড লাইনে পাওলো দিবালা ও ফেডেরিকো বার্নারডেশিকে মূল একাদশে সুযোগ দেন জুভদের কোচ মাউরিসিও সারি। ইন্টারের বিপক্ষে ম্যাচের শুরুতে দিবালাই প্রথম এগিয়ে দেন সফরকারীদের। মিরালেম পিয়ানিচের পাস থেকে স্বাগতিক গোলরক্ষক সামির হানডানোভিচকে হতবাক করে দারুণ এক গোল করেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এরপর আরও দুটি সুযোগ পায় রোনাল্ডো-দিবালারা। সিআর সেভেনের একটি শট ক্রসবারে লাগে। দ্বিতীয় শটটি দিবালার অফ-সাইড পজিশনের কারণে গোল হওয়ার পরও বাতিল হয়ে যায়। তবে ১৮ মিনিটে মাথিস ডি লিটের হ্যান্ডবলে পেনাল্টি পায় ইন্টার। আর সেই গোল থেকে লটারো জুভেন্টাস গোলরক্ষক ওজিচেচ সিজিসনিকে পরাস্ত করে স্বাগতিকদের সমতায় ফেরান। ৩৪ মিনিটে স্টিফানো সেনসি ইনজুরিতে পড়লে ইন্টারের জন্য দুঃসময় নেমে আসে। ৬২ মিনিটে ইনফর্ম হিগুয়াইন ও রড্রিগো বেনটাকারকে একসঙ্গে বদলি বেঞ্চ থেকে উঠিয়ে আনেন জুভেন্টাস কোচ। রোনাল্ডো ও বেনটাকারের যৌথ সহযোগিতায় ম্যাচ শেষের ১০ মিনিট আগেই জয়সূচক গোলটি করেন হিগুয়াইন। এর আগে বুধবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলের জয় পায় ইতালিয়ান জায়ান্টরা। সেই ম্যাচেও বদলি বেঞ্চ থেকে উঠে এসে গোল করেছিলেন হিগুয়াইন। সিরি’এ লীগেও সেই পদ্ধতি অবলম্বন করেন মাউরিসিও সারি। ২০১৪ সালে জুভেন্টাস ছেড়ে ইতালি জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর সাবেক ক্লাবের বিপক্ষে এটাই ছিল মিলান কোচ এন্টনিও কন্টের প্রথম ম্যাচ। তবে সাবেক ক্লাবের বিপক্ষে ম্য্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারেননি কন্টে। এই জয়ের ফলে সাত ম্যাচ পরে ইন্টারের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। মৌসুমের প্রথম ৭ ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৯ পয়েন্ট। দুইয়ে থাকা ইন্টার মিলানের দখলে ১৮। লীগ টেবিলে শীর্ষে উঠে টানা নবম শিরোপার ইঙ্গিতটা যেন আরও সুস্পষ্ট হলো জুভেন্টাসের। বিশেষ করে এ মৌসুমে কোন ম্যাচে না হারা ইন্টার মিলানের বিপক্ষে জিতে দারুণ খুশি বর্তমান চ্যাম্পিয়নদের কোচ। এ প্রসঙ্গে সাবেক চেলসির কোচ সারি বলেন, ‘এই মুহূর্তে মিলানকে টপকে শীর্ষে উঠা সত্যিই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে অত্যন্ত টেনশনের মধ্যে শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা আমাদের মানসিক শক্তি ও পারফর্ম্যান্সের মান প্রমাণ করতে পেরেছি।’ জুভেন্টাস-ইন্টারের পর লীগ টেবিলের তিনে অবস্থান করছে আটালান্টা। তাদের নতুন নামকৃত জিয়ুস স্টেডিয়ামে ফিরে এসে এবারের লীগে উন্নীত লিসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে এদিন। এই জয়ের ফলে ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। তবে তোরিনোর সঙ্গে গোলশূন্য ড্র করে জুভেন্টাসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে গেছে গতবারের রানার্স-আপ নেপোলি। এই মুহূর্তে তাদের অবস্থান চারে। পয়েন্ট ভাগাভাগির পর নেপোলির কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা শিরোপার জন্য সবসময়ই লড়াই করতে চাই। কিন্তু দিনের শেষে আমাদের সবই হারাতে হয়।’ এছাড়া স্টাদিও অলিম্পিকোতে ক্যালিয়ারির সঙ্গে ১-১ গোলে ড্র করে নেপোলির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে এস রোমা। যদিও নিকোলা কালিনিচের শেষ মুহূর্তের গোলটি বাতিল হয়ে যাওয়ায় জয় পাওয়া হয়নি রোমার। ২৬ মিনিটে হুয়াও পেড্রোর পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল সফরকারী ক্যালিয়ারি। কিন্তু বিরতির আগে লুকা সেপিটেলির আত্মঘাতী গোলে সমতায় ফিরে রোমা। ভিএআর’র সহায়তায় কালিনিচের গোলটি বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা।
×