ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়জন নিয়ে চার গোলে জয় বার্সিলোনার

প্রকাশিত: ১২:০২, ৮ অক্টোবর ২০১৯

 নয়জন নিয়ে চার গোলে জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ এগারোজনের বিরুদ্ধে নয়জন নিয়ে খেলেও কোন সমস্যা হয়নি। উল্টো দুইজন কম নিয়ে খেলেও প্রতিপক্ষের জালে গোলোৎসব করেছে। রবিবার রাতে নূ্যূক্যাম্পে স্প্যানিশ লা লিগার ম্যাচে অতিথি সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বার্সিলোনা। অবশ্য দুইজন লালকার্ড পেলেও খুব বেশি সময় নয়জন নিয়ে খেলতে হয়নি বার্সাকে। ম্যাচের শেষ পাঁচ মিনিট নয়জন নিয়ে খেলে কাতালানরা। তার ওপর লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা দারুণ পারফর্ম্যান্স প্রদর্শন করেন। গোল করেছেন এই দুই তারকাই। বার্সার হয়ে বাকি গোল দুটি করেন আর্টুরো ভিদাল ও উসমান ডেম্বেলে। তবে হতাশার রাত গেছে এ্যাটলেটিকোর। এ্যাওয়ে ম্যাচে রিয়াল ভ্যালাডোলিডের মাঠে গোলশূন্য ড্র করেছে দিয়াগো সিমিওনের দল। দাপুটে জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বার্সা। আট ম্যাচ শেসে বর্তমান চ্যাম্পিয়নদের ভান্ডারে জমা ১৬ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে তিনে আছে এ্যাটলেটিকো। ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ। সব ধরনের ফুটবলে এই নিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বার্সা। চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানের বিরুদ্ধে ফর্মহীনতার কারণে একাদশে ছিলেন না এ্যান্টোনিও গ্রিজম্যান। মেসি ও সুয়ারেজের সঙ্গে বামপ্রান্তে খেলেছেন ডেম্বেলে। ফরাসী তারকা কোচের প্রত্যাশার প্রতিদানও দিয়েছেন দুর্দান্ত খেলে। শুরু থেকে চড়াও হয়ে খেলতে থাকা স্বাগতিকরা প্রথম গোল পায় ২৭ মিনিটে। বাম পায়ের দুর্দান্ত বাইসাইকেল কিকে দৃষ্টিনন্দন গোলটি করেন উরুগুইয়ান তারকা। এর আগে গত বুধবার ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগেও ভলি থেকে চোখ ধাঁধানো গোল করেছিলেন সুয়ারেজ। ম্যাচের ৩২ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিদার। এই গোলটির পেছনে বার্সার ১১জন খেলোয়াড়ই অবদান রেখেছেন। অর্থাৎ আক্রমণের শুরু হয় বার্সার গোলরক্ষককে দিয়ে! নড়েচড়ে বসার আগে তিন মিনিটের মধ্যে আবারও গোল পায় বার্সা। এবার গোল করেন ডেম্বেলে। সবমিলিয়ে নয় মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে সেভিয়া। বিরতির পর ৭৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ ফ্রিকিকে বার্সার হয়ে চার নম্বর গোল করেন অধিনায়ক মেসি। এই ম্যাচে বার্সিলোনার হয়ে অভিষেক হয়েছে উরুগুয়ের ২০ বছর বয়সী ডিফেন্ডার রোনাল্ড আরাজোর। কিন্তু অভিষেকটা মোটেও সুখকর হয়নি এই তরুণের। ম্যাচের ৭৩ মিনিটে টোডিবোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর ৮৭ মিনিটে সেভিয়ার জ্যাভিয়ের হার্নান্দেজকে মারাত্মক ফাউলের অপরাধে লালকার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান। পরের মিনিটেই দ্বিতীয় হলুদকার্ডের কারণে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ডেম্বেরে। খেলা শেষে জানা গেছে, রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করায় ডেম্বেলেকে লাল কার্ড দেখতে হয়েছে। এর ফলে আগামী ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে তিনি খেলতে পারবেন না। চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সংগ্রাম করতে থাকা মেসি দুর্দান্ত গোলটি করে আরও কয়েকটি গৌরবময় রেকর্ড গড়েছেন। একবিংশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ মৌসুমে গোল করার কৃতিত্ব আর্জেন্টাইন তারকার। আর সব ধরনের প্রতিযোগিতায় বার্সিলোনার হয়ে ডি বক্সের বাইরে থেকে ১০০ গোল করেছেন। এর মধ্যে ৪৩টি করেছেন সরাসরি ফ্রিকিক থেকে। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মৌসুমে এই ধরনের শুরু অনেকটাই বিস্ময়কর। যেভাবে চেয়েছি সেই পয়েন্টগুলো আমরা যোগ করতে পারিনি। ম্যাচে দুই জনের লালকার্ড তেমন কোন প্রভাব পড়েনি। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্প্যানিশ এই কোচ। ভালভার্ডে বলেন, ফাউলের ঘটনা যাচাই করাটা রেফারির অধীনে। সবার নিজস্ব মতামত থাকে। আরাজোর লালকার্ড দেখায় আমি হতাশ কারণ এটা ছিল তার অভিষেক ম্যাচ। আমি মনে করি না এটা লালকার্ড ছিল এবং ডেম্বেলের ব্যাপারটা রহস্যজনক।
×