ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিনিয়র ও পারফর্মারদের ‘বিশেষ সুযোগ’ এবারই শেষ

প্রকাশিত: ১২:০১, ৮ অক্টোবর ২০১৯

 সিনিয়র ও পারফর্মারদের ‘বিশেষ সুযোগ’ এবারই শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২১তম আসরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ক্রিকেটারদের বিপ টেস্টে ১১ পেতে হবে এমন নিয়ম বেঁধে দেয়া হয়। অনেক ক্রিকেটারই এর বিরোধিতা করলেও বিসিবি এই বেঞ্চমার্কে অটল থাকে। প্রথম পরীক্ষায় তাতে ব্যর্থ হন আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানি ও নাসির হোসেনরা। দ্বিতীয় পরীক্ষায় কিছুটা ভাল করলেও ১১ পাননি কেউ। তাই পূর্ব ঘোষণা অনুসারে অতীত পারফর্ম্যান্স এবং অভিজ্ঞতা বিবেচনায় তাদের খেলার অনুমতি দিয়েছে বিসিবি। কিন্তু বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন এনসিএল চলার সময়েই বিপ টেস্ট দিয়ে তাদের ১১ স্কোর করতেই হবে। এবার বিশেষ বিবেচনায় এই অভিজ্ঞদের সুযোগ দেয়া হলেও পরবর্তীতে কোন আসরে এ সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছেন হাবিবুল। বিপ টেস্টে ‘১১’ পাওয়ার বেঞ্চমার্ক বিসিবি বেঁধে দেয়ার পর অনেক ক্রিকেটারই আপত্তি তুলেছিলেন। বিশেষ করে যারা দীর্ঘদিন পর পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পান তাদেরই ছিল আপত্তি। কারণ বর্তমানে যারা জাতীয় দল, ‘এ’ দল, এইচপি, বিসিবি একাদশ, অনুর্ধ-১৯ দলের হয়ে খেলে যাচ্ছেন তাদের ফিটনেস ভাল অবস্থানে থাকাটাই স্বাভাবিক। তবে এই দলগুলোতেও বর্তমানে সুযোগ নেই রাজ্জাক, তুষার, আশরাফুল, মোহাম্মদ শরীফ, ইলিয়াস, আরাফাত সানি ও নাসিরদের। সে কারণে হুট করেই বিপ টেস্টে ১১ পাওয়া বেশ কঠিনই। গতবার এনসিএল খেলার জন্য এই স্কোরের বেঞ্চমার্ক ছিল ৯, তবে অনেকেই ৬/৭ পেয়েও খেলেছেন। কিন্তু এবার বিসিবি ১১ নিয়ে কঠোর ছিল। অবশ্য সিনিয়র, অভিজ্ঞ ও নিয়মিত পারফর্মারদের বিশেষ সুযোগ দেয়া হবে এমনটাও জানানো হয়েছিল। কিন্তু সেই সুযোগটা তখনই দেয়া হবে, যখন বেঞ্চমার্কের অন্তত কাছাকাছি একটি আদর্শিক জায়গায় থাকবে। ১ অক্টোবর সেই বিপ টেস্টের প্রথম পরীক্ষায় পাস করতে পারেননি আশরাফুল (৯.৭), রাজ্জাক (৯.৪), ইলিয়াস (৯.৫), নাসির (৯.৭)। দ্বিতীয় দফায়ও তারা কেউ ১১ পাননি তবে, ১০ পেরিয়েছেন। ওই সময় এইচপি ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেছিলেন, ‘যারা একটু ভাল মানে আশরাফুলদের মতো যারা আছে তাদের উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। তবে একদম বেঞ্চমার্ক ছুঁতে পারেনি তারা। তাদের জন্য জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যারা আছেন তারা হয়তো চিন্তা করবেন। তাদের খেলার বয়স নিয়ে চিন্তা করে তাদের ব্যাপারে কি করা যায় সেটি ভাববেন।’ অবশেষে বিশেষ সুযোগ হিসেবে তাদের খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এবার বিশেষ বিবেচনায় খেলার সুযোগ পেলেও পরবর্তীতে আর এমনটা হবে না তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন হাবিবুল। আর এবারের এনসিএল চলাকালীন সময়েই তাদের ফিটনেস পরীক্ষা দিয়ে বেঞ্চ মার্ক ১১ তুলতে হবে বলে জানিয়েছেন নির্বাচক তিনি। বয়সের কথা চিন্তা করে আপাতত সুযোগ দেয়া হয়েছে, কিন্তু পরের বার এমনটা হবে না। হাবিবুল বলেন, ‘বিপ টেস্টে আজ তারা ১১ পয়েন্ট তুলতে পারেননি। প্রধান নির্বাচক নান্নু ভাই এবং আমি বিষয়টি বিবেচনা করেছি। তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাককে এনসিএলে খেলার সুযোগ দেয়া হচ্ছে। তবে ভবিষ্যতে এমন ছাড় দেয়া হবে না। তাদের বেঞ্চমার্ক তুলতে হবে এনসিএলের মাঝপথে। তাদের ফিটনেসে উন্নতি করতে হবে। এনসিএল চলাকালীন তাদের এটা করতে হবে।’ তবে বিপ টেস্টের বেঞ্চমার্ক অনেক আগেভাগে জানালে ফিটনেসে উন্নতির জন্য প্রস্তুত হওয়া সম্ভব বলে দাবি রাজ্জাক, নাসির, তুষারদের। এবার সেই সুযোগ বেশি পাননি তারা।
×