ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে ফিরতে চান পারভেজ মোশাররফ

প্রকাশিত: ১১:৫৫, ৮ অক্টোবর ২০১৯

 রাজনীতিতে ফিরতে চান পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ তার দলকে পুনরুর্জীবিত করে জাতীয় রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনা করেছেন। গত সপ্তাহে মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি মার্কিন সফর করেছেন বলেও জানা গেছে। অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। জিও নিউজ। ৭৬ বছর বয়সী সাবেক সেনাশাসক বিরল রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বলে শনিবার প্রকাশিত এক খবরে জানানো হয়েছে। দলটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এপিএমএল প্রধানও রবিবার ইসলামাবাদে তার সমর্থকদের উদ্দেশে বক্তব্যের সময় এ কথা জানান। দলটি জানিয়েছে, যে মোশাররফ প্রায় এক দশক ধরে পাকিস্তান শাসন করেছিলেন, তবে তাড়াতাড়ি যে কোন সময় পাকিস্তানে ফিরে আসার সম্ভাবনা অনেক কম। ২০০৭ সালে সংবিধান স্থগিত করায় মোশাররফ পাকিস্তানে রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হন। তৎকালীন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ সরকার সাবেক রাষ্ট্রপতির ২০০৭ সালের নবেম্বরে অতিরিক্ত সাংবিধানিক জরুরী অবস্থা জারি করার কারণে ২০১৩ সালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্র্রদ্রোহ মামলাটি নথিভুক্ত করেছিল, যার ফলে বেশ কয়েকটি শীর্ষ আদালতের বিচারককে গৃহবন্দী করা হয়েছিল এবং শতাধিক বিচারককে বরখাস্ত করা হয়েছিল।
×