ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন না সিরিসেনা

প্রকাশিত: ১১:৫৪, ৮ অক্টোবর ২০১৯

 প্রেসিডেন্ট নির্বাচনে  অংশ নিচ্ছেন  না সিরিসেনা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপল সিরিসেনা নবেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী রাজাপাকসে পরিবার রবিবার চূড়ান্ত রেজিস্ট্রেসনে দুইজন প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচনে ৪১ প্রার্থীর তালিকায় সিরিসেনার নাম নেই। চূড়ান্ত সময়সীমা রবিবার দুপুরের মধ্যে ওই ৪১ প্রার্থী তাদের জামানত জমা দিয়েছেন। ১৬ নবেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। এএফপি। সিরিসেনা তার পাঁচ বছর মেয়াদ পূর্তির ৫২ দিন পূবেই নির্বাচনের পরদিন প্রেসিডেন্টের কার্যালয় ত্যাগ করবেন। সিরিসেনার লঙ্কা ফ্রিডম পার্টির এক মুখপাত্র নিশ্চিত করেছেন তিনি পুননির্বাচনে অংশ নিচ্ছেন না। সিরিসেনা গতবছর থেকে সাংবিধানিক সঙ্কটে ভুগছেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং তার স্থলে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিয়োগ দেন। পরে সুপ্রীম কোর্ট সিরিসেনার পদক্ষেপের বিরুদ্ধে রায় দেয় এবং বিক্রমাসিংহেকে পুনরায় তার পদে স্থলাভিষিক্ত করেন। রাজাপাকসের দুই ভাই ছোট ভাই গোটভায়া ও বড় ভাই চামাল প্রার্থী হতে জামানত জমা দিয়েছেন এবং বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির উপনেতা প্রেমাদাসাকে চ্যালেঞ্জ করছেন।
×