ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুসলিমদের শনাক্ত করতে এনআরসি হবে ॥ অমিত শাহ

প্রকাশিত: ১১:৫৪, ৮ অক্টোবর ২০১৯

 মুসলিমদের শনাক্ত  করতে এনআরসি  হবে ॥ অমিত শাহ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মুসলিমদের চিহ্নিত করতে একটি জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রণয়ন করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, যদি অসম ও অন্যান্য রাজ্যে সন্ত্রাসী পরিস্থিতি যথেষ্ট খারাপের দিকে যায় তাহলে এই সিদ্ধান্ত নেয়া হবে। গালফ নিউজ। মোদি ও অমিত শাহ এর আগে বাংলাদেশী অভিবাসীদের ‘কিট’ হিসেবে বর্ণনা করেছেন। বেশির ভাগ বিশ্লেষকরা ভাবছেন কিভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে সম্ভব হবে। কারণ নতুন নাগরিকপঞ্জির অর্থ হলো এই বেহাল জনগোষ্ঠী মুসলিমদের সরিয়ে রাখার আর একটি নতুন কৌশল। ভারত ইতোমধ্যে অবৈধভাবে বসবাসকারীদের জন্য শিবির তৈরির কাজ শুরু করেছে। এদিকে অমিত শাহ বারবার বলেছেন যে, ‘যারা অভিবাসী বিশেষ করে হিন্দু, খ্রীস্টান বা বৌদ্ধ তাদের ভারত থেকে বহিষ্কার করা হবে না।’ এটি কেবল একটি ঔপনিবেশিকদের দলকে ঝুঁকিতে ফেলবে। ভারতীয় নাগরিকদের এই জাতীয় ধর্মভিত্তিক পরিচয় সুস্পষ্টভাবে সংবিধানের পরিপন্থী, তবে বিরোধ ও পক্ষবিভক্ত সাংবিধানিক মূল্যবোধের জন্য মোদি সরকার বেশ বিরক্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এনআরসি নিয়ে মোদি তাকে এই আশ্বস্ত করেন যে, এটি একটি অভ্যন্তরীণ বিষয়। অসম এবং পশ্চিমবঙ্গের মুসলিমরা এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন। বর্তমানে ভারতজুড়ে তারা বিজেপির হুমকির মুখে রয়েছে। কয়েক প্রজন্ম ধরে ভারতে বাস করেও তারা আতঙ্কিত।
×