ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশের ৩১ কর্মকর্তা বদলি

প্রকাশিত: ১১:৪৬, ৮ অক্টোবর ২০১৯

 পুলিশের ৩১ কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতর ও ডিএমপি কমিশনার অফিসের আদেশে এ বদলি করা হয়েছে। সূত্র জানায়, সদর দফতরের অফিস আদেশে বদলি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা হচ্ছেন পুলিশ সদর দফতরের (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে ঝালকাঠী, মালি মিশন প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে বরিশাল সদর, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে সিআইডি, এপিবিএন সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার অধ্যয়ন শেষে রিপোর্টকৃত পদোন্নতিপ্রাপ্ত খালেদ ইবনে মালেককে নোয়াখালী সদর, হবিগঞ্জের বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাকে হবিগঞ্জেই ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিমকে বানিয়াচং সার্কেলে, অধ্যয়ন শেষে (রিপোর্টকৃত) পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীরকে পুলিশ সদর দফতর, মালি মিশন থেকে প্রত্যাগত ও সদর দফতরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ শরীফ-উজ-জামানকে রাজবাড়ী সদর সার্কেল, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে অষ্টম এপিবিএন, মালি মিশন থেকে প্রত্যাগত ও (রিপোর্টকৃত) ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল করিমকে যশোরে, পুলিশ সদরের (টিআর) মালি মিশন থেকে প্রত্যাগত ও রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাকে নড়াইল সদরে বদলি করা হয়েছে। এছাড়া মালি মিশন থেকে প্রত্যাগত ও রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেনকে মুন্সীগঞ্জ সদরে, পুলিশ সদরের (টিআর) মালি মিশন থেকে প্রত্যাগত ও রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলীকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেল, মালি মিশন প্রত্যাগত ও রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মাসুদ রানাকে এসপিবিএনে, জাপানে অধ্যয়ন শেষে পুলিশ সদরে (রিপোর্টকৃত) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামকে ডিএমপিতে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরীকে ঢাকা প্রথম এপিবিএনে এবং প্রথম এপিবিএনের সহকারী পুলিশ সুপার রেজওয়ানা চৌধুরীকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। এদিকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তা এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরা হচ্ছেন ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসীমউদ্দিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা পূর্ব বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানাকে প্রোটেকশন বিভাগে, মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শিবলী নোমানকে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীম হোসেনকে কল্যাণ ও ফোর্স বিভাগে ও প্রোটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনামুল হক মিঠুকে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বদলি সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশনের ইমতিয়াজ মাহবুবকে প্রসিকিউশন বিভাগে, প্রসিকিউশনের সরকারী পুলিশ কমিশনার সৈয়দ জিয়াউজ্জামানকে পশ্চিম, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার সালমান হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলমকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইলিয়াছ হোসেনকে গোয়েন্দা (পশ্চিম), ট্রাফিক গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনে, সহকারী পুলিশ কমিশনার খলিলুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার নিউটন দাসকে গুলশান জোনে ট্রাফিক ও গোয়েন্দা পশ্চিমের সহকারী পুলিশ কমিশনার মজিবর রহমানকে কমিউনিটি পুলিশিংয়ে বদলি করা হয়েছে।
×