ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সামিট পাওয়ারের মালিকানা কিনছে জেরা

প্রকাশিত: ১১:৪২, ৮ অক্টোবর ২০১৯

 সামিট পাওয়ারের মালিকানা  কিনছে জেরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মালিকানার ২২ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে এলএনজি ব্যবসায় বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি জেরা। এই মালিকানার ২২ শতাংশ কিনতে জেরার ব্যয় হবে ৩৩ কোটি ডলার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো খাতে উন্নয়নে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সঙ্গে গত মে মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল তাদের।
×