ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ওয়ার্ল্ড আরচারি এশিয়া জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম

প্রকাশিত: ০৭:০৫, ৭ অক্টোবর ২০১৯

 বাংলাদেশে ওয়ার্ল্ড আরচারি এশিয়া জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়ার অর্থায়নে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ‘ওয়ার্ল্ড আরচারি এশিয়া জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ মঙ্গলবার টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হবে (প্রতিদিন সকাল ৮টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, মধ্যাহ্নভোজ ও চা-বিরতিসহ)। সকাল ৯ টায় জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন করবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মইনুল ইসলাম (অব)। বিশেষ অতিথি থাকবেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার ১নং ভাইস-প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর উম সাং হো। ৫ দিনব্যাপি এই ট্রেনিং প্রোগ্রামে স্বাগতিক বাংলাদেশসহ এশিয়া মহাদেশের ৮টি দেশের মোট ৪৮ আরচার ও কোচ অংশ নিচ্ছে। প্রোগ্রাম শেষে সবাইকে ‘অংশগ্রহণ সনদপত্র’ প্রদান করা হবে। এই ট্রেনিং প্রোগ্রামে ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক। তাকে সহায়তা করবেন জিয়াউল হক এবং ইমদাদুল হক মিলন। এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আরচারি প্রশিক্ষক নূরে আলম পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
×