ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘুমের কারণে

প্রকাশিত: ১০:১৬, ৭ অক্টোবর ২০১৯

 ঘুমের কারণে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচের ডিয়ানড্রে সামারভিল নামের এক তরুণ জুরি হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে ঘুমের কারণে বিচারের শুনানিতে উপস্থিত হতে না পারায় তাকে জেল খাটতে হয়েছে। প্রথম কর্মদিবসেই ঘুমিয়ে পড়ায় আদালতের শুনানিতে অংশ নিতে ব্যর্থ হন তিনি। এ কারণে আদালত সামারভিলকে কর্তব্যে অবহেলার অভিযোগে দশ দিনের কারাদণ্ড, ১৫০ ঘণ্টার বাধ্যতামূলক সামাজিক কার্যক্রম অংশগ্রহণ, এক বছরের জন্য বাধ্যতামূলক বিশেষ প্রশিক্ষণ, ২২৩ মার্কিন ডলার জরিমানা করেন। ইতোমধ্যে কারাদণ্ডের সাজা ভোগও করেছেন সামারভিল। তাকে দেয়া দণ্ডকে অতিরিক্ত সাজা দাবি করে গত শুক্রবার (৩ অক্টোবর) এর বিরুদ্ধে আপীল করেছেন তিনি। সামারভিল সাংবাদিকদের বলেন, শুনানির আগে আমি অপরাধের রেকর্ড শূন্য মানুষ হিসেবে আদালত কক্ষে গিয়েছিলাম। হাতকড়া পরা অপরাধীর মতো আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। তিনি বলেন, এ্যালার্ম দিয়ে রাখা সত্ত্বেও সেদিন দুই ঘণ্টা দেরিতে ঘুম থেকে ওঠেন সামারভিল। সংকোচের কারণে তিনি আদালতে বিষয়টি ফোন করে জানাননি। কারাদণ্ড-জরিমানার পাশাপাশি ওই সময় সামারভিলকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে এক শ’ শব্দের মধ্যে একটি চিঠিও লিখতে বলা হয়। অবশ্য শুক্রবারের আপীল শুনানিতে ডিয়ানড্রে সামারভিলের সাজা কিছুটা কমিয়েছেন বিচারক। -ইউএসএ টুডে
×