ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিকে শামীমের ৭ দেহরক্ষী ফের রিমান্ডে

প্রকাশিত: ১০:১৩, ৭ অক্টোবর ২০১৯

 জিকে শামীমের  ৭ দেহরক্ষী  ফের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ অর্থপাচার মামলায় যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সাত দেহরক্ষীর ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন। সাত দেহরক্ষী হলেন- মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ সামসাদ হোসেন ও মোঃ আমিনুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২ অক্টোবর র‌্যাব-১ এর এসআই শেখর চন্দ্র মল্লিক আসামিদের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের ১০টি কার্তুজসহ গ্রেফতার করা হয়। আসামিরা তাদের নিজ নামীয় লাইসেন্সকৃত অস্ত্র প্রকাশ্য বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থ বৈভবের মালিক হয়। আসামিরা ব্যক্তিগত নিরাপত্তার অজুহাতে লাইসেন্সপ্রাপ্ত হলেও মূলত তারা প্রদত্ত অস্ত্রের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে এসব অস্ত্রশস্ত্র বহন এবং প্রদর্শন করে জনমনে ভীতি সৃষ্টি করে। সরকারের কোন অনুমোদন ছাড়া অস্ত্রগুলো কোথায় কোথায় ব্যবহার করে অবৈধ সুবিধা, অর্থ, টেন্ডারবাজি করেছেন তার তথ্য জানা, সরকারী অনুমতি ব্যতীত কি কি উদ্দেশে এতগুলো অস্ত্র নিয়ে জনসম্মুখে প্রদর্শন করে ঘুরে বেড়াতো, জব্দকৃত অস্ত্রগুলো ব্যতীত তাদের কাছে আর কোন অস্ত্র আছে কি না, সরকারী লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এ মামলার প্রধান আসামি জি কে শামীমের আরও কে কে তার দেহরক্ষী হিসেবে কাজ করে এবং তাদের কি কি অস্ত্র আছে এসব কারণসমূহের রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। এর আগে গত ১ অক্টোবর এ আসামিদের একই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরও আগে অস্ত্র মামলায় গত ২১ সেপ্টেম্বর এ আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
×