ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৪৭, ৭ অক্টোবর ২০১৯

টুকরো খবর

নদী রক্ষার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ অক্টোবর ॥ জেলার বিপন্নপ্রায় ৫৭টি নদী রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নৌ দিবস উপলক্ষে রবিবার ‘সম্মিলিত যুবসমাজ, নেত্রকোনা’ এর ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নদী বাঁচাই, আমরা বাঁচি’ স্লোগানকে প্রতিপাদ্য করে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন: পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বারসিকের সমন্বয়কার অহিদুর রহমান, বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ, শংকর ¤্রং, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, আলপনা বেগম ও যুবনেত্রী লাবনী আক্তার। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কংস, মগড়া সোমেশ্বরী, ধনুসহ বিপন্ন হতে চলা জেলার ৫৭টি নদীর নাম সংবলিত প্লে কার্ড প্রদর্শন করেন। দুই হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আটক করা হয় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গ্রেফতার দু’জন হচ্ছে জাহাঙ্গীর আলম ও খোকন। তারা একটি মিনিট্রাক ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিল চাঁদপুরের উদ্দেশ্য। গোপন তথ্যে এ খবর পেয়ে পুলিশের একটি টিমট্রাক থামিয়ে ওই দু’জনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধর্ষকদের শাস্তি দাবি নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ অক্টোবর ॥ নারী ও শিশু ধর্ষণ এবং পাশবিক যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা ও জেলা শিশু কল্যাণ কমিটির নেতৃবৃন্দ। রবিবার এ স্মারকলিপি পেশ করা হয়। বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্মনিবন্ধন দিবসের আলোচনা সভা শেষে স্মারকলিপি পাঠ করে শোনান সম্মিলিত সামাজিক আন্দোলন জেলার শাখার সভাপতি ও জেলা শিশু কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। স্মারকলিপিতে বলা হয়েছে, গত ৯ মাসে জামালপুর সদরে আটটি, বকশীগঞ্জে ১২টি, ইসলামপুরে পাঁচটি, দেওয়ানগঞ্জে চারটি, সরিষাবাড়ীতে ছয়টি, মেলান্দহে তিনটি এবং মাদারগঞ্জ উপজেলায় চারটি ধর্ষণের ঘটনাসহ শতাধিক নারী ও শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। স্মারকলিপিতে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি অমানবিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ, তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনার যারা আপোস করার চেষ্টা করবে তাদেরও আইনের আওতায় আনা, যৌন নির্যাতনের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও ছাত্রীদের যাতায়াতের সময় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশী টহল জোরদার করাসহ দশ দফা দাবি তুলে ধরা হয়। স্মারকলিপি পেশ করার সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলার শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের সমাজকর্মী আরজু মিয়া, ডিএইচআরএনএস প্রকল্পের কর্মকর্তা সাব্বির হোসেন রিয়াদ, রাজনীতিবিদ মোজাহারুল হক, অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল হক, সংস্কৃতিকর্মী ফারজানা ইসলাম, সাংবাদিক মোস্তফা মনজু, সৈয়দ শওকত জামান, জামালপুর সমিতির সভাপতি সান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যুত লাইন অপসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ অক্টোবর ॥ লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকায় বসতবাড়ির ওপর দিয়ে হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে মল্লিকপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মুন্সিবাড়ির মাজহারুল শুভ্র, আফরোজা সুলতানা, মুন্সী মুস্তাফিজুর রহমান, লেবিয়া খাতুন, বিউটি বেগম, আলী আকবর প্রমুখ। বক্তারা বলেন, প্রায় ২ মাস আগে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মুন্সিবাড়ির ওপর দিয়ে ১১ হাজার ভোল্টেজের লাইন টানা হয়েছে। শুরু থেকে আপত্তি জানিয়ে এলেও কর্তৃপক্ষ আমলে দেয়নি। এ বিদ্যুতলাইন চালু হলে অন্তত ১৫ পরিবারের সদস্যদের চরম ঝুঁকির মধ্যে পড়তে হবে। ঝুঁকিপূর্ণ এই লাইন অন্যত্র সরিয়ে নেয়ার জন্য পল্লীবিদ্যুত অফিসে একাধিকবার অভিযোগ করেও কোন কাজ হয়নি। আমাদের দাবি, ঝুঁকিপূর্ণ এই বিদ্যুতলাইন দ্রুত অপসারণ করে সড়কের পাশে ফাঁকা স্থান দিয়ে নেয়া হোক। এছাড়া যেখানে একটি খুঁটির প্রয়োজন, সেখানে অপরিকল্পিতভাবে বসতবাড়ির পাশ দিয়ে কাছাকাছি আরও চারটি বৈদ্যুতিক খুঁটি বসিয়ে লোকজনের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার বিকেলে ঈশ্বরদীর নতুন হাট মোড়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র অফিসের পক্ষ থেকে প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে শনিবার সকালে পাকশী বাইপাস মহাসড়কে আয়োজিত মানববন্ধন-বিক্ষোভ ও সমাবেশে কর্মকর্তাদের নাম উল্লেখ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে এ প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, সাইড ইনচার্জ রুহুল কুদ্দস। তিনি বলেন, জমি অধিগ্রহণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। জমি অধিগ্রহণের কাজ করছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ। কাজেই আমাদের দুর্নীতি করার সুযোগ নেই। তিনি আরও বলেন, প্রকল্পের পিডি শওকত আকবর ও সাইড ইনচার্জ রুহুল কুদ্দসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সমাবেশে বক্তব্য দেয়া ঠিক হয়নি। শ্রীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার কুশরিপাড়া গ্রামে রবিবার পুকুরে ডুবে সাকির (৫) ও সেজান (২৫) নামে দুই খালাত ভাই মারা গেছে। নিহতরা উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাছ মিয়ার ছেলে সেজান ও গাজীপুর জেলার নাছিরের ছেলে সাকির। জানা যায়, উপজেলার কুশরিপাড়া গ্রামে মামা বাড়িতে ঘুরতে এসে খেলতে খেলতে স্থানীয় একটি পুকুরে নৌকা চরে ঘুরে বেড়াচ্ছিল সাকির ও সেজান। এ সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায় তারা। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাউফলে শিশু নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামের সোনামনি (৪) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। তার বাবার নাম সেলিম খান। রবিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় সোনামনি বাড়ির পাশে রাস্তায় খেলা করতে গিয়ে ডোবায় পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ওই ডোবা থেকে সোনামনির মৃতদেহ উদ্ধার করা হয়।
×