ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরব-কুলিয়ারচর মিলন সেতুর উদ্বোধন আজ

প্রকাশিত: ০৮:৪২, ৭ অক্টোবর ২০১৯

 ভৈরব-কুলিয়ারচর  মিলন সেতুর  উদ্বোধন  আজ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৬ অক্টোবর ॥ কয়েক যুগের স্বপ্ন কালী নদীর ওপর নির্মিত ভৈরব-কুলিয়ারচর এ দুই উপজেলার মিলন সেতুর উদ্বোধন করা হবে। সোমবার বিকেলে সেতুটি উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপন। ফলে দুই উপজেলাবাসীর জন্য খুলবে নতুন দুয়ার। ভৈরব-কুলিয়ারচরের নদীর পাড়ে হাজার হাজার মানুষের দাবির এই সেতু নির্মাণের ফলে যেমন গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হবে। তেমনি বাড়বে জীবনযাত্রার মান। একই সঙ্গে গ্রামাঞ্চলে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য সহজে শহরের হাট-বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে কৃষকরা। ফলে মহাখুশি এ অঞ্চলের মানুষ। দুই উপজেলার মিলন সেতু উদ্বোধন উপলক্ষে এলাকায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অভিনন্দন জানিয়ে গাছে গাছে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। প্রায় দুই কিলোমিটার সড়কে ২০টির বেশি তোরণ নির্মাণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ভৈরব-কুলিয়ারচর এই দুই উপজেলাবাসীর কয়েক যুগের স্বপ্ন বাস্তবায়নে কালী নদীর ওপর ৫২০ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়। ফলে ৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয় ২০১৭ সালের মার্চে সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। দু’বছর মেয়াদী সেতুটি চলতি বছরের মার্চ মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছু সময় বেশি লাগলেও সেতু নির্মাণ সম্পন্ন হওয়ায় নদীর পাড়ের বাসিন্দারা আনন্দিত ও উল্লেসিত। এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাহারিয়ার বলেন, সেতুটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার মানুষের শত বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ফলে নদী পারাপারে ভোগান্তি থেকে রেহাই পাবে তারা।
×