ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীর হাত ভাঙল স্বামী

প্রকাশিত: ০৮:৪১, ৭ অক্টোবর ২০১৯

 জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীর হাত  ভাঙল স্বামী

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ অক্টোবর ॥ বাবার বাড়ি থেকে জুয়া খেলার টাকা এনে দিতে অস্বীকার করায় দু’সন্তানের জননী ছোকানুর বেগমকে পিটিয়ে (৪০) দু’হাত ভেঙ্গে দিয়েছে স্বামী মজিবর মোল্লা। ঘটনা ঘটেছে রবিবার সকালে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে। আহত গৃৃহবধূকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানা গেছে, গত ৩০ বছর পূর্বে মজিবর রহমান মোল্লার সঙ্গে ছোকানুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মজিবর মোল্লা জুয়া খেলে আসছে বলে অভিযোগ স্ত্রী ছোকানুর বেগমের। ১৯৯৫ সালে ছোকানুরের বাবা ধলু তালুকদার মারা যায়। এর পরই নেমে আসে ছোকানুরের জীবনে নির্যাতন। যখনই জুয়া খেলার টাকার প্রয়োজন হয় তখনই স্ত্রী ছোকানুর বেগমকে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে সে। টাকা না এনে দিলেই নামে অমানুষিক নির্যাতন এমন অভিযোগ স্ত্রী ছোকানুরের। দু’সন্তানের মুখের দিকে তাকিয়ে সে বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়। গত মাসে ছোকানুর ২০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিয়েছে। ওই টাকা জুয়া খেলে হারিয়ে ফেলে। রবিবার সকালে স্ত্রীকে বাবার বাড়ি থেকে আবার জমি বিক্রি করে টাকা এনে দিতে বলে মজিবর। স্ত্রী ছোকানুর ওই টাকা এনে দিতে অস্বীকার করে। একে ক্ষিপ্ত হয়ে মজিবর তাকে (স্ত্রী) বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে। প্রাণ রক্ষায় প্রতিবেশী আমিনুলের ঘরে আশ্রয় নেয়। ওই ঘরে উঠে মজিবর ধারালো অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ওই ঘরের লোকজনের প্রচেষ্টায় সে জীবনে রক্ষা পায় এমনটা জানাল প্রত্যক্ষদর্শী আমিনুল ও সোবাহান বিশ্বাস। স্বামী মজিবরের মারধরে তার দু’হাত ভেঙ্গে গেছে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আহত ছোকানুরের দুই হাত ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
×