ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মা ও জাটকা ইলিশ রক্ষায় স্থায়ী গ্যালারি

প্রকাশিত: ০৭:১৫, ৭ অক্টোবর ২০১৯

 মা ও জাটকা ইলিশ  রক্ষায় স্থায়ী  গ্যালারি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ অক্টোবর ॥ ‘মা ইলিশ মায়ের মতো, যে কোন মূল্যে রক্ষা করো’,। ‘ইলিশ খাব বড়টা, রক্ষা করব ছোটটা’। ‘জাটকা ইলিশ হাতে পেলে, আপনি কিন্তু যাবেন জেলে’। এমন অনেক স্লোগান সংবলিত মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষায় কুয়াকাটা ইলিশ পার্ক এ্যান্ড রিসোর্টে স্থায়ী গ্যালারি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা এই গ্যালারির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাইদ, বীচ ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আগত পর্যটক ও দর্শনার্থী শোয়েব জামাল জানান, এটি একটি মহৎ উদ্যোগ। পার্কে বেড়াতে যারা আসবে প্রত্যেক দর্শনার্থী এ গ্যালারি থেকে ভাল কিছু মেসেজ নিয়ে যেতে পারবে।
×