ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোর পৌরসভার হেরিটেজ সেন্টার নির্মাণ শুরু

প্রকাশিত: ০৭:১২, ৭ অক্টোবর ২০১৯

  যশোর পৌরসভার  হেরিটেজ সেন্টার  নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের লালদীঘি পাড়ে পৌরসভার উদ্যেগে দশতলা হেরিটেজ সেন্টার নির্মাণ কাজ শুরু হয়েছে। হেরিটেজ সেন্টার নির্মাণের জন্য এখন প্রি-কাস্ট পাইল পোতা চলছে। আর এই পাইলিংয়ের কাজে হাইড্রোলিক পাইলিং রিগ নামের বিশাল আকৃতির মেশিন ব্যবহার হচ্ছে। পৌর হেরিটেজ সেন্টার নামের বহুতল এই ভবনটির নির্মাণ কাজের জন্য রবিবার থেকে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। ঢালী কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ করছে। এটির সাইট ইঞ্জিনিয়ার দোলোয়ার জাহান জানান, ভবনের দৃঢ় ভিত্তির জন্য এখানটাতে সাড়ে ৪৯ ফুট উচ্চতা বিশিষ্ট ৭৫৩টি আরসিসি প্রি-কাস্ট পাইল পোতা হচ্ছে। এ কাজের জন্য হাইড্রোলিক পাইলিং রিগ মেশিনের ব্যবহার হচ্ছে। যশোর পৌরসভা সূত্র জানায়, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (সেক্টর) প্রকল্প-ইউজিআইআইপ-৩’র অর্থায়নে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে এই দশতলা ভবন নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষের সময়কাল এক বছর। সূত্র মতে, পৌর হেরিটেজ সেন্টার নামের বাণিজ্যিক এই ভবনটি ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, কমিউনিটি সেন্টার ও শপিং-শপের জন্য ভাড়া দেয়া হবে। যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, পৌর হেরিজেট সেন্টার নামের এই ভবনটির আপাতত দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে দশ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ভবনটির বিভিন্ন তলায় ওঠা নামার জন্য ৪টি লিফটের পাশাপাশি একটি এক্সেলেটর থাকবে।
×