ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টটেনহামের আরও একটি হার

প্রকাশিত: ০০:১১, ৬ অক্টোবর ২০১৯

টটেনহামের আরও একটি হার

অনলাইন ডেস্ক ॥ সময়টা খুব ভালো যাচ্ছে না টটেনহাম হটস্পারের। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রিমিয়ার লিগেও সঙ্গী হয়েছে বাজে একটি হার। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ৩-০ গোলে হেরেছে স্পাররা। চ্যাম্পিয়নস লিগে হারের পর থেকেই স্পারদের কোচ মাওরিসিও পচেত্তিনোর ওপর চাপটা বাড়ছে ধীরে ধীরে। ৫ দিনের মাথায় প্রিমিয়ার লিগে আরও একটি হারের পর তার ভবিষ্যতই এখন পড়ে গেছে শঙ্কায়। কারণ এই বছরে ৪০ ম্যাচে হার দেখতে হলো ১৮টি ম্যাচে। তার ওপর অধিনায়ক ও গোলকিপার উগো লরি এই ম্যাচের ৮ মিনিটে ইনজুরিতে মাঠে ছাড়লে টটেনহাম হয়ে পড়ে আরও অরক্ষিত। ম্যাচটায় তাই আধিপত্য বিস্তার করেছে ব্রাইটন। ৩ মিনিটে নিয়েল মাওপেইয়ের গোলে এগিয়ে শুরু। ৩২ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন অ্যারন ক্যানোলি। উগো লরির চোট অবশ্য গুরুতরই। নেওয়া হয়েছে হাসপাতালে। বিস্তারিত জানাতে তাই অপেক্ষায় থাকতে হচ্ছে ক্লাবটিকে। ব্রাইটনের জন্য এই জয়টা বরং স্বস্তির। কারণ লিগে শেষ ১৭ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়! ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আটে আছে টটেনহাম। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন।
×