ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে উৎসব আমেজে নৌকা বাইচ

প্রকাশিত: ১০:১৯, ৬ অক্টোবর ২০১৯

দাউদকান্দিতে  উৎসব আমেজে নৌকা বাইচ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৫ অক্টোবর ॥ কুমিল্লা জেলার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু সংলগ্ন মেঘনা নদীতে কুমিল্লা জেলা প্রশাসন ও দাউদকান্দি উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে শনিবার বিকেল ৪টায় গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্যবাহী জেলা প্রশাসক নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। উৎসব আমেজে নৌকা বাইচ দেখতে মেঘনা নদীতে কেউ কেউ ছোট নৌকা, ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। জেলার আশপাশে উপজেলাসহ পাশর্^বর্তী জেলার নারী-পুরুষ শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের নীরব-নিস্তব্ধ মেঘনার পাড় হয়ে ওঠে হাজার হাজার মানুষের কোলাহলে মুখরিত। প্রতিযোগিতায় ১২টি বড় নৌকা অংশগ্রহণ করে। সন্ধ্যার আগ মুহূর্তে প্রতিযোগিতা শেষ হয়। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপি, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রমুখ। বিকেল ৪টায় ‘জেলা প্রশাসক নৌকা বাইচ প্রতিযোগিতা’ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এতে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম শেখ প্রমুখ।
×