ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সার্বিক দিক দিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ॥ স্পীকার

প্রকাশিত: ১০:১৬, ৬ অক্টোবর ২০১৯

 সার্বিক দিক দিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ॥ স্পীকার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আবহমান কাল থেকে এ দেশের মানুষ ভালবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। খ্রীস্ট ধর্মাবলম্বীরা শিক্ষা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সব ধর্মের মানুষ সহাবস্থানে বাস করি। ধর্ম মানুষকে সভ্য করেছে। প্রতিটি ধর্ম মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃৃতকালে তিনি আরও বলেন, সার্বিক দিক দিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। পরিবর্তন হয়েছে এ দেশের সামাজিক চিন্তাধারার। আন্তর্জাতিকভাবে সম্মান বেড়েছে। ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীসহ জাতিগত ঐক্য তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা মহাধর্ম প্রদেশের আচবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং, এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, দি খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকার প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খ্রীস্টান সম্প্রদায়ের প্রয়াত রাজনীতিবিদ এ্যাডভোকেট প্রমোদ মানকিন, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, প্রয়াত বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী, জুয়েল আরেং, এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি, প্রয়াত সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস, প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রেুা কিশোর, লেখক ও কলামিস্ট সঞ্জীব দ্রং, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মাইটিভির বার্তা সম্পাদক প্যাট্রিক ডি’ কস্তা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নিখিল মানখিন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম সহ মোট ৪২ জনকে ‘স্বীকৃতি পদক’ প্রদান করা হয়।
×