ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ দিনের ছুটির কবলে দিনাজপুরের হিলি স্থলবন্দর

প্রকাশিত: ১০:১৪, ৬ অক্টোবর ২০১৯

 ৮ দিনের ছুটির কবলে দিনাজপুরের হিলি স্থলবন্দর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ৪ অক্টোবর শুক্রবার থেকে টানা ৮ দিনের ছুটি ঘোষণা করেছে ভারতীয় সিএন্ডএফ এজেন্ট ও রফতানিকারক এ্যাসোসিয়েশন। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ৪ অক্টোবর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত মোট ৮দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর। এই সময় বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকবে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল জনকণ্ঠকে জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা করা হলেও পূজা উপলক্ষে বন্দরের সব ধরনের কার্যক্রম চালু থাকবে।
×