ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষ মানুষ তৈরি করছে ঢাকা স্কুল অব ইকোনমিক্স

প্রকাশিত: ১০:১৩, ৬ অক্টোবর ২০১৯

 দক্ষ মানুষ তৈরি করছে ঢাকা স্কুল অব ইকোনমিক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিক উন্নয়নের জন্য নৈতিক ও দক্ষ মানুষ তৈরি করছে ঢাকা স্কুল অব ইকনোমিক্স। এ কথা জানিয়েছন স্কুলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বৃহস্পতিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্স আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক উদ্যোক্তা মেলা, সম্মেলন এবং এলিভেটর পিচ-২০১৯ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকেও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকে ভাল ফলাফলের জন্য ৭ শিক্ষার্থী এবং ৭ তরুণ উদ্যোক্তাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মাদ ইসমাইল বলেন, ভাল উদ্যোক্তাকে ব্যাংকাররা ঋণ দিতে আগ্রহী হন, তাই সততার সঙ্গে নতুন উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. আইরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন, কিউ পিয়ালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ মাহবুব আলী। মুহাম্মদ মাহবুব আলী বলেন, আজ এত বছর পরও সমগ্র দেশে কিডনি বিশেষজ্ঞ আছেন পঞ্চাশ জনের মতো। নিউরো সার্জনের সংখ্যাও শতাধিক মাত্র। মানুষ উন্নততর চিকিৎসাপ্রাপ্তির উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেতে বাধ্য হচ্ছেন। কেননা প্রায় ১৭ কোটি মানুষের দেশে এত স্বল্পসংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চলে না। অন্যদিকে কার্ডিওলজিস্টের সংখ্যাও বড়জোর দু’শ’র মতো। আবার কার্ডিওভাসকুলার সার্জনের সংখ্যাও দেড় শ’র মতো। স্বল্পসংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার থাকায় চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম। এ অবস্থায় বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে টানাটানি চলতে থাকে।
×