ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণ বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর উদ্ভাবন রোবট ‘মিরা’

প্রকাশিত: ০৯:০০, ৬ অক্টোবর ২০১৯

গণ বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর উদ্ভাবন রোবট ‘মিরা’

সংবাদদাতা, সাভার, ৫ অক্টোবর ॥ গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছয় শিক্ষার্থী মানুষের সঙ্গে কথা বলতে পারে, বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেয়া ও ভার্চুয়াল কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন সুবিধা সম্বলিত একটি রোবট তৈরি করেছেন। প্রায় ৪৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত রোবটটির নাম দেয়া হয়েছে ‘মিরা’ (মোবাইল এ্যান্ড ইন্টেলিজেন্ট রোবট ফর এ্যাডভান্সড এ্যাসিস্ট্যান্স)। বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিরিবিলি ফাল্গুনি হাউজিংয়ের ল্যাবে রোবটটি তৈরির যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। প্রায় আড়াই মাসের পরিশ্রমে তৈরিকৃত মানুষের মতো গঠন আকৃতি রোবটটি গত বৃহস্পতিবার নিজ বিভাগে প্রদর্শন করা হয়। রোবট মিরার উদ্ভাবক কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের ৬ শিক্ষার্থী। এরা হলেন, মোহাম্মদ রিফাত (টিম লিডার), মাহতাবুর রহমান সবুজ, মাহমুদা আক্তার নিঝুম, মারুফ হোসেন, সাফিক হাসান ও শারমিন নাহার তোহফা। টিমের সদস্য সবুজ বলেন, এটি মূলত পোর্টেবল এবং অটোমোটেড অর্থাৎ বাইরের নিয়ন্ত্রণ ছাড়াই পূর্ণ কাজ করতে সক্ষম। সফটওয়্যার চালুর পর এটি নিজে নিজেই সব কাজ করতে পারে। রোবটের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ক্যাপাবিলিটি তাকে বাইরের নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করার সক্ষমতা দিয়েছে। জটিল প্রশ্নের উত্তর দেয়াসহ ভার্চুয়াল ও বিভিন্ন শারীরিক কাজে সক্ষম রোবট মিরা। ইমেল পাঠানো, পছন্দের গান বাজানো, নির্দিষ্ট কাজের কথা মনে করিয়ে দেয়া, সময় ও তারিখ জানানো, ফেসবুকের নোটিফিকেশন চেক করা, আগাম পূর্বাভাস দেয়া ইত্যাদি কাজ করতে পারে। শারীরিক কাজের মধ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি যেমন হ্যান্ডশেক বা হাই ফাইভ করা, কাজের সময় কফির কাপ ধরে রাখা, জোকস শোনানো, রক পেপার সিজার খেলা ইত্যাদি কাজে সক্ষম।
×