ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৫৯, ৬ অক্টোবর ২০১৯

টুকরো খবর

বাগেরহাট কারাগারে ব্যতিক্রমী উদ্যোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কারাগারে শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রম শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শনিবার সপ্তমীর সকালে সনাতন ধর্মাবলম্বী বন্দীদের মধ্যে বিশেষ খাবার সরবরাহের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করা হয়। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ও এ উদ্যোগে সহায়তা করেন। নিজস্ব অর্থায়নে ব্যতিক্রম এ উদ্যোগে বন্দী-হাজতী, কারাপরিদর্শক ও কারারক্ষীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সকলে প্রশংসা করছেন। বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর জানান, গত ২৯ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট কারাগার পরিদর্শন শেষে নির্ধারিত সভা করেন। এ সময় জেলা প্রশাসক স্ব-উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ খাবার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি সভায় উত্থাপন করেন। ন্যায্য ক্ষতিপূরণ দাবি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রূপপুর পরমাণু প্রকল্পের পিডি শওকত আকবর ও সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসের ব্যাপক দুর্নীতি তদন্ত ও শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গ্রীন সিটি এলাকায় মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে পাকশী বাইপাস মহাসড়কের গ্রীন সিটি এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জুলমত হায়দারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সূর্য্য নাথ ম-ল, মোবারক হোসেন,ব্যবসায়ী মারুফ হোসেন, মলিনা বেগম, লিপন মেম্বর, আইরিন খাতুন, আব্দুর রশিদ, বাবলু মালিথা, শিক্ষার্থী আশিকসহ অন্যরা। বক্তারা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক ক্ষতিপূরণ,বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে জমির মূল্য পুনঃসংযোজনসহ ছয় দফা দাবি পূরণ এবং দুর্নীতির বিচার দাবি করে বলেন, গ্রীন সিটির কাজের শুরুতে প্রকল্পের কর্মকর্তারা কোটি কোটি টাকার গাছ ও বিল্ডিংয়ের ইট লোপাট করেছেন এবং প্রকল্পের কাজে দুর্নীতি অব্যাহত রেখেছেন যেসব কর্মকর্তা, সেই কর্মকর্তারাই পরিকল্পিতভাবে ভয় দেখিয়ে জোরপূর্বক পানির দামে এলাকাবাসীকে পৈত্রিক জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছেন। ধর্ষক জেলহাজতে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার খাগেড়চর এলাকায় ১৩ বছরের কিশোরীকে পাহারা বসিয়ে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থানা পুলিশ ধর্ষক মানিক মাতুব্বরকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক মানিক মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। জানা গেছে, ওই এলাকার এক কিশোরী কন্যাকে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে প্রতিবেশী মানিক মাতুব্বর ছালেহা বেগমের নির্মাণাধীন ভবনে ডেকে নেয়। পরে ভবনের ভেতরে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষকের সহযোগী সজিব হাওলাদার ভবনের বাইরে পাহারা দিচ্ছিল। এ ঘটনায় ধর্ষিতার বাবা থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে গ্রেফতারকৃত ধর্ষক মানিক মাতুব্বরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ইয়াবাসহ মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৫ অক্টোবর ॥ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে পৌর সদরের হাসপাতাল রোড এলাকার ব্রিজের নিচে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্টের দায়িত্বে রয়েছেন। সুমন সিরাজগঞ্জের কাজীপুর থানার বড়ইতলী গ্রামের আমির হোসেনের ছেলে। সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে ভালুকা মডেল থানা পুলিশ জানতে পারে পৌর সদরের হাসপাতাল রোড এলাকার ব্রিজের নিচে কয়েক ব্যক্তি মাদক কেনা-বেচা করছেন। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ অক্টোবর ॥ শান্তিনগর এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় জড়িত থাকায় আমান কাজী (২৭) নামে এক যুবককে শনিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমানের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে, শহরের শান্তিনগর এলাকার জলিল কাজীর ছেলে মাদকাশক্ত আমান কাজী একই এলাকার ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আমান জোরপূর্বক রাস্তার পাশে একটি পরিত্যক্ত গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং মারধর করে।
×