ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজার অর্থনীতিতে কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ॥ সচিব

প্রকাশিত: ০৮:৫৮, ৬ অক্টোবর ২০১৯

 বাজার অর্থনীতিতে কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ॥ সচিব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান বলেন, দেশের কৃষিকে বাঁচাতে হলে ফসল উৎপাদনে কৃষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। রাসায়নিক বালাইনাশক ব্যবহার করতে গিয়ে কৃষক যে প্রতারণার শিকার হচ্ছে তা থেকে তাদের রক্ষা করতে হবে। ফসল উৎপাদন করতে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই নিরাপত্তা কৃষককে দিতে হবে। কৃষিতে ভর্তুকি এবং ফসলের অধিক দাম প্রদানের মাধ্যমে কৃষককে এ নিরাপত্তা দেয়া সম্ভব। তা-না হলে আমরা আমাদের কৃষিকে টিকিয়ে রাখতে পারব না। তিনি আরও বলেন, দেশের বাজার অর্থনীতিতে আমাদের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু, বারি’র পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল ওহাব, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী।
×